সিলেট: সিলেটের বিয়ানীবাজারে বিষপানে ভাতিজির আত্মহত্যা সইতে না পেরে হতবিহ্বল হয়ে হার্ট অ্যাটাক করে মারা গেছেন আপন চাচি।
মঙ্গলবার (১ জুলাই) বিয়ানীবাজার উপজেলার মুল্লাপুর ইউনিয়নের কাছাটুল গ্রামে মর্মান্তিক এই ঘটনা ঘটে। একই পরিবারে দুই অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
প্রতিবেশিরা জানান, মঙ্গলবার বিকেলে অজ্ঞাত কারণে বিষপানে আত্মহত্যা করেন সেলিম উদ্দিনের মেয়ে শিপা বেগম (২২)। এ ঘটনার আকস্মিকতায় হতবিহবল চাচি ফুলেছা বেগম হার্ট অ্যাটাক করেন। তখন দ্রুত তাকে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আর কী কারণে শিপা বেগম বিষপান করেছেন তা জানা যায়নি। বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডা. দেবদুলাল ধর সারাবাংলাকে বলেন, ‘বিষপানে ওই যুবতীর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে ‘
বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফ উজ্জামান জানান, ময়নাতদন্তের জন্য শিপার মরদেহ থানায় রাখা হয়। বুধবার (২ জুলাই) তার মরদেহ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত করছে।