Wednesday 02 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ময়মনসিংহে ট্রেনের টিকিটসহ ‘কালোবাজারি’ আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ জুলাই ২০২৫ ১৭:৪৫ | আপডেট: ২ জুলাই ২০২৫ ১৭:৪৮

ময়মনসিংহ: ময়মনসিংহের গফরগাঁও রেলস্টেশন থেকে হৃদয় (২৫) নামে এক টিকিট ‘কালোবাজারিকে’ আটক করা হয়েছে। তার কাছ থেকে ঢাকাগামী আন্তঃনগর হাওড় এক্সপ্রেস ট্রেনের আটটি আসনযুক্ত টিকিট উদ্ধার করা হয়।

বুধবার (২ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে ওই রেলস্টেশন থেকে তাকে আটক করা হয়।

আটক হৃদয় গফরগাঁওয়ের ষোলহাসিয়া এলাকার আশরাফুল ইসলামের ছেলে।

রেলওয়ে স্টেশন সূত্র জানায়, ঢাকাগামী হাওড় এক্সপ্রেস ট্রেনটি গফরগাঁও রেলস্টেশন পৌঁছানোর আগে হৃদয় টিকিট কাউন্টারের সামনে প্রকাশ্যে টিকিট বিক্রির চেষ্টা করে। খবর পেয়ে গফরগাঁও জিআরপি ফাঁড়ি পুলিশ এবং রেলওয়ের নিজস্ব নিরাপত্তারক্ষীরা হৃদয়কে আটক করে। এসময় তার দেহ তল্লাশি করে হাওড় এক্সপ্রেস ট্রেনের আটটি আসনযুক্ত দুইটি টিকিট জব্দ করা হয়।

বিজ্ঞাপন

গফরগাঁও রেলস্টেশনের মাস্টার আব্দুল্লাহ আল হারুন জানান, টিকিট কালোবাজারি করার সময় হৃদয়কে আটক করে ময়মনসিংহ জিআরপি থানায় সোপর্দ করা হয়েছে।

গফরগাঁও জিআরপি ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ গোলাম কিবরিয়া জানিয়েছেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

সারাবাংলা/এসআর

আটক গফরগাঁও টিকিট কালোবাজারি ময়মনসিংহ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর