কুষ্টিয়া: কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় ব্যাটারিচালিত ভ্যানের চাপায় রাইসা (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২ জুলাই) দুপুরে উপজেলার কয়া ইউনিয়নের ঘোড়াই ঘাট এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত রাইসা একই এলাকার শরিফুল ইসলামের মেয়ে।
নিহত শিশুর স্বজনরা জানান, রাইসাকে তার মা মরিচ কেনার জন্য দোকানে পাঠিয়েছিলেন। রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগতির ভ্যান তাকে ধাক্কা দেয়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসেন।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার (আরএমও) ডা. হোসেন ইমাম সারাবাংলাকে বলেন, ‘আহত অবস্থায় শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মরদেহ বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে।’
কুমারখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোলাইমান শেখ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এ বিষয়ে অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’