Thursday 03 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লড়াই শেষ হয়নি: নাহিদ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ জুলাই ২০২৫ ১৮:৩২

কুড়িগ্রাম: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই আন্দোলনে ফ্যাসিবাদী শাসনের পতন হলেও ফ্যাসিবাদী ব্যবস্থা এখনও আছে। তার মতে, মাফিয়াতন্ত্র, সন্ত্রাস এবং দখলদারিত্ব এখনও রয়ে গেছে। এখনও লড়াই শেষ হয়নি, লড়াই চলমান রেখে নুতুন দেশ গঠনের জন্য সবাইকে আহ্বান জানান তিনি।

তিনি বলেন, ‘গণঅভ্যুত্থানের নেতৃত্বে জাতীয় নাগরিক পার্টি নামে একটি নুতুন রাজনৈতিক দল গঠন করা হয়েছে। এই দল গঠিত হয়েছে, যাতে বাংলাদেশের মানুষকে না খেয়ে থাকতে না হয়। এদেশের মানুষ যাতে কারও বোঝা হয়ে না থেকে স্বাধীনভাবে সকল অধিকার বুঝে নিতে পারে। নাগরিকের সকল সুযোগ-সুবিধা ভোগ করতে পারে।’

বিজ্ঞাপন

বিচার, সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে জুলাই পদযাত্রার ২য় দিনে বুধবার (২ জুলাই) দুপুরে কুড়িগ্রাম জেলা শহরের ঘোষপাড়াস্থ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে তিনি এসব কথা বলেন।

এসময় কুড়িগ্রাম জেলার সমস্যা তুলে ধরে তা সামাধানে আগামী জাতীয় সংসদ নির্বাচনে এনসিপি মনোনীত প্রার্থী আতিক মুজাহিদকে নির্বাচিত করার আহ্বান জানান তিনি।

পথ সভায় আরও বক্তব্য দেন, জাতীয় নাগরিক পাটির উত্তর অঞ্চলের মুখ সংগঠক সারজিস আলম, দক্ষিণ অঞ্চলের মুখ সংগঠক হাসনাত আবদুল্লাহ, যুগ্ন আহবায়ক ও কুড়িগ্রাম ২ আসনের সংসদ সদস্য প্রার্থী ড. আতিক মুজাহিদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন প্রমুখ।

এর আগে দুপুর সাড়ে ১২ টার দিকে রাজারহাটের সোনালী ব্যাংক চত্ত্বরে সংক্ষিপ্ত পথসভা শেষে জেলা শহরের ত্রিমোহনীতে পৌঁছান এনসিপি’র কেন্দ্রীয় নেতারা। পরে সেখান থেকে স্থানীয় দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে পদযাত্রা শুরু করেন তারা। পদযাত্রাটি জেলা শহরের প্রাণকেন্দ্র ঘোষপাড়ার শহিদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে এসে শেষ হলে সেখানে পথসভা অনুষ্ঠিত হয়।

বিকেল সাড়ে ৩টার দিকে কুড়িগ্রাম জেলা শহর থেকে ফুলবাড়ী উপজেলার উদ্দিশে যাত্রা শুরু করে এনসিপি’র কেন্দ্রীয় নেতারা। ফুলবাড়ী উপজেলা শহরে পথসভা শেষে লালমনিরহাট জেলার যাওয়ার কথা জানায় এনসিপি’র নেতারা।
কুড়িগ্রামে এনসিপি’র এ পদযাত্রা ও পথসভার আয়োজন করে জেলা কমিটি।

সারাবাংলা/এসআর

এনসিপি কুড়িগ্রাম নাগরিক পার্টি নাহিদ ইসলাম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর