Thursday 03 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জুলাইয়ে ১২ কেজি এলপিজির দাম ৩৯ টাকা কমলো

স্পেশাল করেসপন্ডেন্ট
২ জুলাই ২০২৫ ১৮:২৯ | আপডেট: ২ জুলাই ২০২৫ ১৮:৩৪

এলপি গ্যাস- ছবি : সংগৃহীত

ঢাকা: চলতি জুলাই মাসে ভোক্তা পর্যায়ে এলপি গ্যাসের দাম কমিয়েছে সরকার। এ মাসের জন্য ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৪০৩ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৩৬৪ টাকা নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ ৩৯ টাকা দাম কমেছে।

একই সঙ্গে কমানো হয়েছে অটোগ্যাসের দামও। প্রতি লিটার অটোগ্যাসের দাম এক টাকা ৮৪ পয়সা কমিয়ে ৬২ টাকা ৪৬ পয়সা নির্ধারণ করা হয়েছে। জুন মাসে প্রতি লিটার অটোগ্যাসের দাম ৬৪ টাকা ৩০ পয়সা ছিল।

বুধবার (২ জুলাই) নতুন এ মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন এ দাম আজ সন্ধ্যা থেকে কার্যকর হবে।

জানা যায়, এর আগে গত জুনে ১২ কেজি সিলিন্ডারের দাম ২৮ টাকা কমিয়ে ১ হাজার ৪০৩ টাকা নির্ধারণ করা হয়েছিল।

বিজ্ঞাপন

ঘোষণা অনুযায়ী, সাড়ে ৫ কেজির বোতলজাত এলপিজির দাম ৬২৫ টাকা; সাড়ে ১২ কেজির দাম ১ হাজার ৪২১ টাকা; ১৫ কেজির দাম ১ হাজার ৭০৫ টাকা; ১৬ কেজির দাম ১ হাজার ৮১৮ টাকা; ১৮ কেজির দাম ২ হাজার ৪৬ টাকা; ২০ কেজির দাম ২ হাজার ২৭৩ টাকা; ২২ কেজির দাম আড়াই হাজার টাকা; ৩০ কেজির দাম ৩ হাজার ৪০৯ টাকা; ৩৩ কেজির দাম ৩ হাজার ৭৫০ টাকা; ৩৫ কেজির দাম ৩ হাজার ৯৭৭ টাকা এবং ৪৫ কেজি সিলিন্ডারের দাম ৫ হাজার ১১৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

উল্লেখ্য, ২০২১ সালের ১২ এপ্রিল প্রথম এলপি গ্যাসের দর নির্ধারণ করে দেয় বিইআরসি। তখন এলপিজি আমদানিকারক, ডিলার ও খুচরা বিক্রেতার জন্য ১২ কেজির সিলিন্ডারে মোট ৩৫৯ দশমিক ৪০ টাকা কমিশন নির্ধারণ করা হয়েছিল।

প্রথমবারের মতো এলপি গ্যাসের দর ঘোষণার সময় বলা হয়, যেহেতু পণ্যটি প্রায় ৯৮ শতাংশ আমদানির উপর নির্ভরশীল। সে কারণে সৌদি রাষ্ট্রীয় কোম্পানি আরামকো ঘোষিত দরকে প্রতি মাসের ভিত্তি মূল্য ধরা হয়েছে। সৌদির দর ওঠা-নামা করলে এলপিজির মূল্য ওঠা-নামা করবে। আমদানিকারকের অন্যান্য কমিশন ও খরচ অপরিবর্তিত থাকবে। কমিশনের সেই নির্দেশনা অনুযায়ী প্রতি মাসে দর ঘোষণা হয়ে আসছে।

সারাবাংলা/আরএস

এলপি গ্যাসের দাম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর