ঢাকা: সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুকে উত্তরাস্থ সিরাজগঞ্জবাসীর পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১ জুলাই) রাতে রাজধানীর উত্তরার একটি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তাকে সংবর্ধনা দেওয়া হয়।
সিরাজগঞ্জের প্রবীণ ব্যবসায়ী মো. আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- সিরাজগঞ্জ ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সদস্য কামরুল হাসান হিলটন, মিল্কভিটার পরিচালক মো. মোস্তাফিজুর রহমান মনির, একক সংঘের সাধারণ সম্পাদক ইউসুব হোসেন তালুকদার ও মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী সাইদুর রহমান মিয়া।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উত্তরাস্থ সিরাজগঞ্জ সোসাইটির প্রতিষ্ঠাতা সদস্য ও ক্রীড়া সংগঠক মো. আশরাফুল আলম আলীম ও কামরুজ্জামান সবুজ। অনুষ্ঠানে সিরাজগঞ্জের বহু গুণীজন, ব্যবসায়ী, সরকারি কর্মকর্তা ও উত্তরায় বসবাসকারী সিরাজগঞ্জবাসীরা অংশ নেন। অনুষ্ঠান শেষে সাইদুর রহমান বাচ্চুর জন্মদিন উপলক্ষ্যে কেক কাটা হয়। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।