ঢাকা: জনগণের ম্যানডেট নিয়ে সংসদ এসে সংখ্যানুপাতিক পদ্ধতির (পিআর) নির্বাচন ব্যবস্থা পাস করিয়ে নেওয়ার ব্যাপারে ইসলামী আন্দোলন এবং আগ্রহী রাজনৈতিক দলগুলোকে পরামর্শ দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
বুধবার (২ জুলাই) সন্ধ্যায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে যুগপৎ আন্দোলনের সঙ্গে চারটি রাজনৈতিক দলের লিয়াজোঁ কমিটির নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ পরামর্শ দেন।
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘‘আমাদের ৩১ দফায় সংখ্যানুপাতিক নির্বাচনের কোনো কথা নাই। আর এত বড় একটা পরিবর্তনের কথা যারা বলছে… এরা আগামী সংসদ ছাড়া করতে পারবে না। আপনাদের মনে আছে, আমরা যখন প্রেসিডেন্সিলায় ফর্ম থেকে সংসদীয় পদ্ধতিতে আসি, তখন সব দল ঐক্যবদ্ধভাবে একমত হয়ে সংসদে পাস করতে হয়েছে। সুতরাং কোনো দলের যদি ইচ্ছে থাকে… তাদের মতমতের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, তারা যেন আগামী নির্বাচনে জনগণের ম্যানডেট নিয়ে সংসদে আসে।’’
‘‘যে কোনো বিষয়ে মৌলিক পরিবর্তন আনতে হলে সেটা সংসদে এনে সংসদের মাধ্যমে পাস করতে হবে। এই পর্যায়ে এটা আলোচনার কোনো বিষয় হতে পারে না’’— বলেন আমীর খসরু মাহমুদ চৌধুরী।
অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘‘জাতীয় ঐকমত্য কমিশনে বিএনপি কোথায় কোথায় একমত হয়েছে, ইতোমধ্যে তো বলা হয়েছে, সব কিছু বলা হয়েছে। এগুলো তো বিএনপিরই প্রস্তাব। দুই কক্ষ বিশিষ্ট সংসদ, দুই বারের বেশি প্রধানমন্ত্রী থাকবে না— এগুলো তো বিএনপিরই প্রস্তাব। তাহলে ঐকমত্য হলো না কোথায়? অনেক বেশি ঐকমত্য হয়েছে।’’
‘‘কিন্তু, একটা কথা মনে রাখতে হবে, সব বিষয়ে ঐকমত্য হবে না। এটা বাকশাল করতে যাচ্ছি না। আমরা বারবারই একটা কথা বলছি, এটা বাকশাল না। সব বিষয়ে ঐকমত্য হবে না। যে বিষয়গুলোতে ঐকমত্য হবে, সেগুলো আমরা সংস্কার করব। এর বাইরে যেগুলো থাকবে, সেগুলো প্রত্যেকটা দল জনগণের কাছে নিয়ে মতমতের মাধ্যমে করতে হবে’’— বলেন আমীর খসরু মাহমুদ চৌধুরী।
বৈঠকে বিষয়ে তিনি বলেন, ‘‘শুধু দেড় মাসের জুলাই আন্দোলন নয়, স্বৈরাচারবিরোধী ১৬ বছরের আন্দোলনে আমাদের সঙ্গে যারা ছিলেন, যাদের সঙ্গে আমরা শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছি, তাদের সবাই সঙ্গে আমরা বসছি। এটা শুধু নির্বাচন ইস্যু না, আমাদের পরস্পরের মধ্যে বোঝাপড়া, জাতীয় ঐক্য ধরে রাখার জন্যই আমরা তাদের সঙ্গে বসছি আলোচনা করছি।’’
আমীর খসরু বলেন, ‘‘লন্ডন বৈঠকের বিষয় এবং বৈঠক পরবর্তী যৌথ বিবৃতির বিষয়টিও আজকের আলোচনা উঠে এসেছে। আমরা সবাই আশাবাদী আগামী ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে, যে ব্যাপারে সব পক্ষ মোটামুটি একটা ঐকমত্যে পৌছেছে।’’
লিয়াজোঁ কমিটির বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজিপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ প্রমুখ।