ঢাকা: জাতীয় ঐকমত্য কমিশনে জোটের সিদ্ধান্তের বাইরে বক্তব্য দেওয়া সমমনা জোট থেকে অব্যাহতি দেওয়া হয়েছে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির (এনডিপি) চেয়ারম্যান ক্বারী আবু তাহেরকে।
শনিবার (২৮ জুন) রাজধানীর মতিঝিলে সমমনা জোটের অস্থায়ী কার্যালয়ে জোটের এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
জানা গেছে, জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বিএনপি এবং সমমনা জোটের সিদ্ধান্তের বাইরে গিয়ে বক্তব্য দেন এনডিপির চেয়ারম্যান কারী আবু তাহের। এ ঘটনায় ক্ষুব্ধ ও অসন্তুষ্ট হয় বিএনপি ও সমমনা জোটের নেতারা। এরই ফলশ্রুতিতে সমমনা জোট থেকে আবু তাহেরকে অব্যাহতি দেওয়া হয়েছে।
জানতে চাইলে কারী আবু তাহের গণমাধ্যমেক বলেন, ‘সমমনা জোটের সঙ্গে বৈঠকে জাতীয় সাংবিধানিক কাউন্সিলের (এনসিসি) ব্যাপারে আপত্তির কথা জানিয়েছিল বিএনপি। একইসঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠকে তাদেরকে সমর্থন জানানোর জন্যও বলেছিল। তবে, ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপে আমি দেখলাম এনসিসির বিষয়টা সংস্কার করে ফেলেছে কমিশন। তারা সাংবিধানিক ও সংবিধিবদ্ধ বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগের জন্য এনসিসির পরিবর্তে একটি নিয়োগ কমিটি গঠনের কথা বলছে। যেহেতু ‘এনসিসি’ বাদ হয়েছে, আমি মনে করেছি বিএনপি হয়ত এই নিয়োগ কমিটির পক্ষে থাকবে। সেজন্য আমি এটার পক্ষে মতামত দিয়েছি। কিন্তু, পরে দেখলাম এটা নিয়ে আমার বোঝার ভুল হয়েছে।’
এনডিপিতে পালটাপালটি বহিষ্কার:
ক্বারী আবু তাহের ও আব্দুল্লাহ আল হারুন সোহেলের নেতৃত্বাধীন এনডিপি সমমনা জোটে অন্তর্ভুক্ত ছিল। জোট থেকে আবু তাহেরকে অব্যাহতি দেওয়ার পর দলটিতে পালটাপালটি বহিষ্কারের ঘটনা ঘটেছে। দলের দুটি অংশই জাতীয় কার্যনির্বাহী পরিষদের বিশেষ সভার সিদ্ধান্তের আলোকে বহিষ্কার ও কমিটি পুনর্গঠন করেছে।
মঙ্গলবার (১ জুলাই) দলের একটি অংশের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার (২৯ জুন) গুলশানে (রোড নং-১, হাউস নং-৪/এ) প্রেসিডিয়াম সদস্য মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাহী পরিষদের সভায় সর্বসম্মত সিদ্ধান্তে অরাজনৈতিক কার্যকলাপের জন্য আবু তাহেরকে এনডিপি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং আব্দুল্লাহ আল হারুন সোহেলকে সভাপতি ও জামিল আহমেদকে মহাসচিব করা হয়েছে।
এই বিজ্ঞপ্তির সঙ্গে সভার রেজ্যুলেশনের কপিও সংযুক্ত করা হয়, যেখানে ৩০ জনের মধ্যে ২৮ জন নেতার সই রয়েছে।
অন্যদিকে বুধবার (২ জুলাই) সন্ধ্যায় দলের অপর অংশের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার (৩০ জুন) সিদ্ধেশ্বরী সার্কুলার রোডের মৌচাক টাওয়ারে এনডিপির চেয়ারম্যান আবু তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাহী পরিষদের সভায় সর্বসম্মত সিদ্ধান্তে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে মহাসচিব আব্দুল্লাহ আল হারুন সোহেলকে দল থেকে বহিষ্কার করা হয়েছে এবং হাফেজ আবু সাঈদকে দলের ভারপ্রাপ্ত মহাসচিব করা হয়েছে।
কিন্তু, এই বিজ্ঞপ্তির সঙ্গে সভার রেজ্যুলেশনের কোনো কপি সংযুক্ত ছিল না। তবে, এনডিপির দুই অংশের পক্ষ থেকেই জানানো হয়েছে, তারা বিএনপির নেতৃত্বে ফ্যাসিবাদবিরোধী যুগপৎ আন্দোলনে ছিল, আগামীতেও বিএনপির সঙ্গেই থাকবে।