Thursday 03 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৫৬ বন্দির যাবজ্জীবন সাজা মওকুফ করল সরকার

স্টাফ করেসপন্ডেন্ট
২ জুলাই ২০২৫ ২১:২৯

ঢাকা: কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৫৬জন বন্দির সাজা মওকুফ করার আদেশ দিয়েছে সরকার। এদের মধ্যে ৪৫ জনকে ৫৬৯ ধারায়, ১০ জনকে পূর্বেই কারাগার হতে মুক্তি এবং একজন বন্দি আগেই মৃত্যুবরণ করেছেন।

বুধবার (২ জুলাই) কারা অধিদফতরের সহকারী মহাপরিদর্শক (মিডিয়া ও উন্নয়ন) জান্নাত-উল ফরহাদ পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগের দিন মঙ্গলবার কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দির মধ্যে ৫৬ জনের সাজা মওকুফ করে মুক্তি দেওয়ার আদেশ দেওয়া হয়। এই ৫৬জন দীর্ঘ ২০ বছর ধরে বন্দি রয়েছেন জানিয়ে যাবজ্জীবনের অবশিষ্ট সাজা মওকুফ করে সরকার।

কারা অধিদফতরের সহকারী মহাপরিদর্শক (মিডিয়া ও উন্নয়ন) মো. জান্নাত-উল ফরহাদ জানান, কারাগারে আটক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দি যাদের সাজা রেয়াতসহ ২০ বছর শেষ হয়েছে তাদের মধ্যে ৫৬ জন বন্দিকে সদাশয় সরকার কারা বিধি ৫৬৯ মোতাবেক ফৌজদারি কার্যবিধি ৪০১(১) এর প্রদত্ত ক্ষমতাবলে অবশিষ্ট সাজা মওকুফ করে মুক্তির আদেশ দিয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমএইচ/এসআর

কারা অধিদফতর সাজা মওকুফ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর