ঢাকা: প্রতি আদমশুমারির পর সংসদীয় আসনের সীমানা নির্ধারণে একটি সাংবিধানিক বিশেষায়িত কমিটি গঠনের বিষয়ে দেশের প্রধান রাজনৈতিক দলগুলো একমত হয়েছে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
বুধবার (২ জুলাই) সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
তাহের বলেন, ‘এই কমিটিকে দুই ভাগে ভাগ করা হবে। প্রথম হচ্ছে, আসন্ন নির্বাচনের জন্য একটা বিশেষজ্ঞ কমিটি হবে নির্বাচন কমিশনের আওতায়। যেহেতু সময় কম। এর ভিতরে ভিন্ন কোনো চিন্তা করার সুযোগ নেই। সে জন্য ত্রয়োদশ নির্বাচনের জন্য নির্বাচন কমিশন নিজেই একটা বিশেষজ্ঞ কমিটি গঠন করবে। তাদের সুপারিশক্রমেই তারা সীমানা পুনর্নির্ধারণ করবে।
তিনি বলেন, ‘আপনারা জানেন, বিগত ১৫ বছরে বহু নির্বাচনী এলাকাকে তছনছ করে দেওয়া হয়েছে। শুধুমাত্র কিছু ব্যক্তির নির্বাচনে সুবিধা করে দেওয়ার জন্য। আওয়ামী লীগের সময়ে এ রকম বহু পরিবর্তন হয়েছে। আবার আওয়ামী লীগের পক্ষ থেকে কেউ কেউ এটার বিরুদ্ধে আপিল করেছেন। যে যার সুবিধামতো করেছে। এজন্য এবার সীমানা পুনর্নির্ধারণ সুষ্ঠু, সঠিক হওয়ার জন্য এটা জরুরি একটা বিষয়। কারণ এটার মাধ্যমে নির্বাচনের ফলাফল আলাদা হয়ে যায়।’
জামায়াত নেতা বলেন, ‘সীমানা পুনর্নির্ধারণের জন্য অনেকগুলো এক্সপার্ট কাজ করতে হয়। জরিপের কাজ, ভৌগলিক অঞ্চলকে এডজাস্ট করা, ভোটের আনুপাতিক দিক দেখা সব মিলিয়ে এটি একটি বিশেষ কমিটি হবে।’
তিনি বলেন, আরও স্থায়ীভাবে আমরা আরেকটা বিষয়ে আমরা ঐকমত্যে পৌঁছেছি। সংবিধানে একটা বিশেষজ্ঞ কমিটির বিষয়ে উল্লেখ থাকবে। প্রতি আদমশুমারির পরেই সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের জন্য একটি বিশেষায়িত কমিটি থাকবে, যেটা একটি সাংবিধানিক কমিটির সঙ্গে কাজ করবে এবং এই কমিটি স্বাধীন হবে এবং বিশেষজ্ঞদের দ্বারা গঠিত হবে। তবে বিশেষজ্ঞ কারা কারা থাকবে এ বিষয়ে আজ আলোচনা করিনি।’