Thursday 03 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘অর্থবিল-আস্থাভোট ছাড়া বাকি বিষয়ে এমপিরা স্বাধীন থাকবেন’

স্টাফ করেসপন্ডেন্ট
২ জুলাই ২০২৫ ২২:০২

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে কথা বলছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। ছবি: সারাবাংলা

ঢাকা: বিএনপি সর্বোচ্চ সহযোগিতা করে জাতীয় ঐকমত্য গঠনের চেষ্টা করে যাচ্ছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, আমরা তো অনেক বিষয়ে একমত হয়েছি। অর্থবিল আর আস্থাভোট ছাড়া বাকি বিষয়ে পার্লামেন্ট সদস্যরা (এমপি) স্বাধীন থাকবেন- এ বিষয়ে সবাই একমত হয়েছে।

বুধবার (২ জুলাই) ঢাকায় ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের অষ্টম দিনের বৈঠক শেষে এ কথা জানান তিনি।

এদিন আলোচনার বিষয় ছিল সংসদীয় আসনের সীমানা নির্ধারণ এবং তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতির মধ্যে কী সংশোধনী আনা যায়, এতে বিচার বিভাগকে না রেখে উত্তম কোনো প্রস্তাব আছে কি না? সে বিষয়ে সবার মতামত।

বিজ্ঞাপন

সালাহউদ্দিন বলেন, ‘নির্বাচনি এলাকা সীমানা নির্ধারণ বিষয়ে আমি প্রস্তাব করেছিলাম। যেটিতে সবাই ঐক্যমত। আর্টিকেল ১১৯ দেওয়া আছে। তবে নির্বাচনি সীমানা নির্ধারণ একটি বডি বা বিশেষায়িত কমিশন করার প্রস্তাবে দ্বিমত। আমরা বলেছি, বিশেষায়িত কমিটি করতে হবে। আইন সংযুক্ত করা ক্ষেত্রে আমরা একমত হয়েছি।’

তিনি বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকার প্রায় পুনর্বহাল। পুনর্বহালের রিভিউ বিচারাধীন আছে, আশা করি রায় জনগণের পক্ষে যাবে। তত্ত্বাবধায়ক সরকার গঠন প্রণালীতে দেখা যায়, এটি জুডিশিয়ালির মধ্যে সীমাবদ্ধ। ইমিডিয়েটলি অবসরপ্রাপ্ত চিফ জাস্টিস দিয়ে শুরু হয়, সর্বশেষ অ্যাপিলড ডিভিশন দিয়ে শেষ হয়। কোনো বিধান দিয়ে একমত না হলে, সর্বশেষ রাষ্ট্রপতিকে করা হয়। পার্লামেন্টে এ বিষয়ে আলোচনা হবে। তবে এখন যদি আমরা জাতীয় ঐক্যমতের ভিত্তিতে বলতে পারি, জুডিশিয়ারিকে বাদ রেখে আরও দুয়েকটি পথ রাখা যায়, যেটা সবার গ্রহণ যোগ্যতার ভিত্তিতে প্রধান উপদেষ্টা নিয়োগ হয় এবং প্রধান উপদেষ্টার পরামর্শক্রমে উপদেষ্টা নিয়োগ হবে।’

বলা হয় বিএনপি কারণে সংস্কারে ঐকমত্য হচ্ছে- এমন মন্তব্যে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী জীবদ্দশায় ১০ বছরে বেশি নয়, এ বিষয়ে একমত হয়েছি। যাতে আর কেউ স্বৈরাচার হয়ে আসতে না পারে। একটা ব্যালেন্স যাতে সরকার ব্যবস্থায় হয়। তত্বাবধায়ক সরকারের মেয়াদের ক্ষেত্রে বিএনপি প্রস্তাব দিয়েছে, তিনমাস বা ৯০ দিন। যদি কোনো কারণে বিলম্বিত হয়, আরও এক মাসের একটা বিধান রাখা যেতে পারে সংবিধানে। তবে স্থির থাকতে হবে তিনমাসে, এখানে আমরা আমাদের মতামত দিয়েছি।’

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকারের বিধানে তো স্থানীয় সরকার নির্বাচন নেই। নির্বাচন কমিশনের এখতিয়ারের মধ্যে দুইটা জিনিস একটি হচ্ছে- জাতীয় নির্বাচন, আরেকটি রাষ্ট্রপতি নির্বাচন। সেটা এখনো বহাল আছে। তাতে কোনো সংশোধন আসেনি। প্রস্তাব তো যে কেউ দিতেই পারে।’

সারাবাংলা/এফএন/পিটিএম

অর্থবিল আস্থাভোট এমপিরা বিএনপি সালাহউদ্দিন আহমেদ স্বাধীন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর