Thursday 03 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের ‍গুলিতে বাংলাদেশি যুবক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ জুলাই ২০২৫ ২২:২৫

নিহত ইব্রাহীম হোসেন বাবু

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার সুলতানপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে ইব্রাহীম হোসেন বাবু (৩০) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন।

বুধবার (২ জুলাই) দুপুর এ ঘটনা ঘটে।

নিহত ইব্রাহীম হোসেন উপজেলার ঝাঁঝাডাঙ্গা গ্রামের মাদরাসাপাড়ার নুর ইসলামের ছেলে।

নিহতের বাবা নুর ইসলাম জানান, ‘তার ছেলে ইব্রাহীম দুপুরে গরুর জন্য ঘাস কাটার জন্য সীমান্ত সংলগ্ন গালার মাঠে যায়। এ সময় ভারতের নদীয়া জেলার গেদে ক্যাম্পের বিএসএফ ৭৯ নম্বর খুঁটির কাছ থেকে তাকে লক্ষ্য করে গুলি ছুঁড়লে সে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যায়। পরে বিএসএফ সদস্যরা তার মরদেহ নিয়ে যায়।

বিজ্ঞাপন

চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল নাজমুল হাসান জানান, খবরটি পাওয়ার পর ভারতের ৩২-বিএসএফের কমান্ড্যান্ট সুজিত কুমারকে ফোন দিল তিনি জানান, দুপুরে কয়েকজন বাংলাদেশি সোনা পাচারকারী সীমান্তের ৭৯ নম্বর মেইন পিলারের ২০০ গজ ভারতের অভ্যন্তরে প্রবেশ করে। এ সময় বিএসএফের টহলদল তাদের ধাওয়া করে। এ সময় একজন গুলিবিদ্ধ হয়। তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।

কোনো বাংলাদেশি নিহত হওয়ার বিষয়টি বিএসএফের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি বলে তিনি জানান বিজিবি কর্মকর্তা।

সারাবাংলা/এসআর

চুয়াডাঙ্গা বাংলাদেশি নিহত বিএসএফের ‍গুলি সীমান্ত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর