ঢাকা: সরকারের নির্ধারিত সময়ের মধ্যে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন দিতে হবে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল।
বুধবার (২ জুলাই) কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকীতে শহিদ ও আহত-পঙ্গুত্ব বরণকারীদের স্মরণে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে মতিঝিলে এতিম, দরিদ্র, অসহায় ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ পূর্বক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘জাতীয় নির্বাচনের আগে সংস্কার, গণহত্যার বিচার নিশ্চিতের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করতে হবে। রাষ্ট্রের মৌলিক সংস্কার না করে যেনতেনভাবে একটি নির্বাচন দিলে আবার ফ্যাসিবাদের উত্থান ঘটবে। ফ্যাসিবাদের পথ বন্ধ করতে হলে পিআর পদ্ধতির নির্বাচনের বিকল্প নেই।’
যখন যারা ক্ষমতায় বসেছে, তারা তাদের স্বার্থে সংবিধানকে কাটাছেঁড়া করে বারবার সংশোধন করেছে উল্লেখ করে নূরুল ইসলাম বুলবুল বলেন, ‘জুলাই আগস্ট আন্দোলনের চেতনা ছিল বৈষম্যহীন বাংলাদেশ। এই বৈষম্যহীন বাংলাদেশ গঠন করতে হলে রাষ্ট্রীয় সকল ব্যবস্থার সংস্কার করতে হবে। আওয়ামী লীগ, বিরাজনীতি করণের লক্ষ্যে বিরোধী দলমতকে দমন করেছে, দলীয় লোকদের দিয়ে বিচার বিভাগসহ রাষ্ট্রের সব স্তর নিজেদের মতো করে সাজিয়েছে। নতজানু প্রশাসনের জন্য পিলখানা হত্যাকাণ্ড চালিয়ে ৫৭ জন শীর্ষ সেনাকর্মকর্তাকে হত্যা করেছে। রাষ্ট্রের প্রতিটি সেক্টর ধ্বংস করে দিয়েছিল।’
তিনি আরও বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থান পরবর্তী গঠিত অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র মেরামতের জন্য সংস্কারের উদ্যোগ নিয়েছে। জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দল সংস্কারে সহযোগিতা করলেও একটি রাজনৈতিক দল ও তাদের মিত্ররা সহযোগিতার পরিবর্তে নিজেদের দলীয় স্বার্থে নিজেদের মতো করে সংস্কার চায়। জুলাই গণঅভ্যুত্থান কোনো একক ব্যক্তি বা দলকে সুবিধা দেওয়ার জন্য হয়নি। দেশ ও জাতির কল্যাণে বৈষম্যহীন একটি কল্যাণ ও মানবিক রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে রূপ দেওয়ার জন্য জুলাই গণ-অভ্যুত্থান হয়েছে।’
ঢাকা- ৮ আসনে জামায়াত মনোনীত সংসদসদস্য পদপ্রার্থী মহানগরীর নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন বলেন, ‘ভোট ডাকাতি করতে না পারার ভয়ে পিআর পদ্ধতির নির্বাচনকে একটি দল ভয় পায়। সেজন্য তারা পিআর পদ্ধতির নির্বাচনের বিপক্ষে।’
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, ‘জামায়াতে ইসলামী জুলাই-আগস্টকে শুধু স্মরণ করতে চায় না, জামায়াতে ইসলামী জুলাই চেতনা লালন ও ধারণ করে নতুন বাংলাদেশ গড়তে চায়।’
তিনি আরও বলেন, ‘শেখ হাসিনার ৬ মাসের কারাদণ্ড দেওয়া জাতির সঙ্গে তামাশা করার শামিল। শেখ হাসিনার ৬ মাসের কারাদণ্ড নয়, ৬ মাস ধারাবাহিক ফাঁসি দেওয়া দরকার।’
কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মুহাম্মদ শামছুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন মহানগরীর মজলিসে শুরা সদস্য ও মতিঝিল দক্ষিণ থানা আমির মাওলানা মোতাছিম বিল্লাহসহ মহানগরীর ও মতিঝিল দক্ষিণ থানা জামায়াতে ইসলামীর দায়িত্বশীল নেতারা।
জুলাই গণঅভ্যুত্থানে শহিদ-আহত ও পঙ্গুত্ব বরণকারীদের স্মরণে ঢাকা-৫ (যাত্রাবাড়ী-ডেমরা-কদমতলী একাংশ) আসনেও দরিদ্র, অসহায়, দুস্থ ও ইয়াতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়। যাত্রাবাড়ী থানার শহরপল্লী কেন্দ্রীয় জামে মসজিদ এতিমখানায় খাবার বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি, ঢাকা-৫ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা মোহাম্মাদ কামাল হোসেন।
ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য অধ্যাপক মোকাররম হোসেনের সভাপতিত্বে এবং যাত্রাবাড়ী পূর্ব থানা আমির শাহজাহান খানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য জনাব সৈয়দ সিরাজুল হক।