Thursday 03 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেফতার

স্পেশাল করেসপন্ডেন্ট
২ জুলাই ২০২৫ ২৩:২৯ | আপডেট: ৩ জুলাই ২০২৫ ০০:১০

নাঈমুর রহমান দুর্জয়। ফাইল ছবি

ঢাকা: বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয়কে গ্রেফতার করেছে মানিকগঞ্জ গোয়েন্দা পুলিশ।

বুধবার (২ জুলাই) রাতে রাজধানীর লালমাটিয়ার বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। গোয়েন্দা পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, গতবছরের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে হামলার ঘটনায় দুর্জয়ের বিরুদ্ধে মানিকগঞ্জ সদর ও দৌলতপুরে দুটি মামলা রয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে দুর্নীতি ও আর্থিক অনিয়মসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে।

এর আগে, গত ২১ জানুয়ারি দুর্নীতির অভিযোগে ঢাকার লালমাটিয়ায় তার মালিকানাধীন ২ হাজার ৫২৩ বর্গফুট আয়তনের একটি ফ্ল্যাট, জমি ও তিনটি গাড়ি জব্দের নির্দেশ দেন ঢাকার মহানগর সিনিয়র বিশেষ জজ আদালত। একইসঙ্গে তার নামে থাকা ১২টি ব্যাংক হিসাবও জব্দের আদেশ দেওয়া হয়।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইউজে/পিটিএম

গ্রেফতার ডিবি পুলিশ নাঈমুর রহমান দুর্জয় মানিকগঞ্জ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর