পঞ্চগড়: জেলার বোদা উপজেলায় ওষুধ সরবরাহ কাজে নিয়োজিত ছোট কাভার্ডভ্যানের ধাক্কায় দিপু চন্দ্র বর্মন (১৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন মোটরসাইকেল চালক কামিনী রায় (১৭)।
বুধবার (২ জুলাই) দুপুরে উপজেলার বেংহারী বনগ্রাম ইউনিয়নের ঝলঝলি দিঘী এলাকায় ময়দানদিঘি-তেপুকুরিয়া সড়কে এই দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় কাভার্ডভ্যানটি জব্দ করে চালক আব্দুস সালামকে (৪২) কে আটক করেছে পুলিশ।
নিহত দিপু চন্দ্র বর্মন উপজেলার বেংহারী বনগ্রাম ইউনিয়নের তেপুকুরিয়া গুঞ্জন পাড়া গ্রামের বুধারু বর্মনের ছেলে। দিপু পঞ্চগড় টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে ফলাফল প্রত্যাশী ছিল।
নিহতের পরিবারের বরাত দিয়ে বেংহারী বনগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেব আলী জানান, বুধবার দুপুরে বোদা উপজেলা পরিষদ এলাকা থেকে নিজের জন্ম নিবন্ধন সংশোধন করতে যান কামিনী রায়। এ সময় বিদ্যুৎ বিল বেশি হওয়ায় অভিযোগ দিতে স্থানীয় পল্লী বিদ্যুৎ অফিসে যান দিপু চন্দ্র বর্মন। পরে তারা মোটরসাইকেল যোগে বাসায় ফিরছিলেন। পথে তারা বেংহারী বনগ্রাম ইউনিয়নের ঝলঝলি দিঘী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ওষুধ সরবরাহের কাজে নিয়োজিত একটি ছোট কাভার্ডভ্যান তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে সড়কের উপরে ছিটকে পড়েন দীপু ও কামিনী। এ সময় দিপু মাথা ও শরীরের বিভিন্ন অঙ্গে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়। পরে দিপুকে উদ্ধার করে প্রথমে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ওপরে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। তবে কামিনী শরীরের বিভিন্ন অঙ্গে সামান্য আঘাত পান। প্রাথমিক চিকিৎসা নিয়ে তিনি বাসায় অবস্থান করছেন।
এদিকে ঘটনার পর পরই কাভার্ডভ্যানটিকে স্থানীয়দের সহযোগিতায় জব্দ করা হয়। সেইসঙ্গে চালককে আটক করে পুলিশে দিয়েছে জনতা।
বোদা থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিম উদ্দিন জানান, ঘটনার পরে নিহতের মরদেহের সুরতহাল করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ঘাতক কাভার্ডভ্যান জব্দ করা হয়েছে। চালককেও আটক করা হয়েছে। এ ঘটনা নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ দায়ের করা হলে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।