Thursday 03 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লিবিয়া থেকে দেশে ফিরতে আগ্রহীদের রেজিস্ট্রেশনের আহ্বান

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
৩ জুলাই ২০২৫ ০০:২৭

ছবি: সংগৃহীত

ঢাকা: লিবিয়ায় বিপদগ্রস্ত এবং ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশি অভিবাসীদের নিরাপদে দেশে প্রত্যাবাসনের জন্য বাংলাদেশ দূতাবাস আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর সহযোগিতায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ লক্ষ্যে দূতাবাস বাংলাদেশ সরকার এবং লিবিয়ার স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখছে।

মঙ্গলবার (১ জুলাই) ত্রিপোলির বাংলাদেশ দূতাবাস থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রত্যাবাসন প্রক্রিয়া সহজতর করতে এবং অভিবাসীদের বহির্গমন (খুরুজ নিহায়ী) নিশ্চিত করতে দূতাবাস লিবিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং বহির্গমন অধিদফতরের সঙ্গে একাধিক বৈঠক করেছে। এই প্রচেষ্টার ফলে নতুন পাসপোর্ট এবং আউটপাসের মাধ্যমে আইওএম-এর নিকট নিবন্ধিতসহ প্রায় সব অভিবাসীকে ইতোমধ্যেই দেশে ফেরত পাঠানো সম্ভব হয়েছে। বর্তমানে মিসরাতা ও বেনগাজীতে অবশিষ্ট অভিবাসীদের প্রত্যাবাসন প্রক্রিয়া চলমান রয়েছে।

বিজ্ঞাপন

এই প্রেক্ষাপটে, দূতাবাস আইওএম-এর সঙ্গে নতুন করে অভিবাসীদের নিবন্ধনের উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে আইওএম-এর সঙ্গে নিয়মিত যোগাযোগ অব্যাহত রাখা হয়েছে এবং প্রত্যাবাসন প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে অনলাইনে প্রাথমিক আবেদনের ব্যবস্থা করা হয়েছে।

আইওএম শুধুমাত্র লিবিয়ার ত্রিপোলি, মিসরাতা এবং বেনগাজীতে নিবন্ধন কার্যক্রম পরিচালনা করবে। ফলে লিবিয়ার অন্যান্য শহর থেকে আবেদনকারীদের নিবন্ধনের জন্য এই তিনটি শহরের মধ্যে সুবিধাজনক একটি শহর নির্বাচন করতে হবে। প্রাথমিক নিবন্ধনের সময় অনলাইন রেজিস্ট্রেশন ফরমে প্রদত্ত নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করার জন্য অনুরোধ করা হয়েছে। এই প্রাথমিক নিবন্ধন প্রক্রিয়া আগামী ১৫ জুলাই পর্যন্ত চলবে।

প্রাথমিক নিবন্ধনের পর দূতাবাস আবেদনকারীদের আইওএম-এর সঙ্গে সাক্ষাৎকার এবং মেডিকেল পরীক্ষার ব্যবস্থা করবে। আইওএম থেকে সাক্ষাৎকারের সময়সূচি পাওয়ার পর শহরভিত্তিক নির্দিষ্ট সংখ্যক আবেদনকারীর তালিকা দূতাবাসের অফিশিয়াল ফেসবুক পেজে অগ্রিম প্রকাশ করা হবে। এক্ষেত্রে শুধুমাত্র তালিকাভুক্ত আবেদনকারীদের সাক্ষাৎকার গ্রহণ করা হবে।

উল্লেখ্য, আইওএম-এর স্বেচ্ছায় প্রত্যাবর্তন কর্মসূচির মাধ্যমে প্রত্যাবাসন একটি সময়সাপেক্ষ প্রক্রিয়া। তাই আগামী ছয় মাসের মধ্যে দেশে ফিরতে ইচ্ছুক অভিবাসীদের শুধুমাত্র আবেদন করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। অনলাইন নিবন্ধন প্রক্রিয়ায় সহযোগিতার জন্য দূতাবাসের +218916994202 এবং +218916994207 নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

সারাবাংলা/একে/এইচআই

আইওএম ত্রিপোলির বাংলাদেশ দূতাবাস লিবিয়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর