Thursday 03 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এনসিপির জুলাই পদযাত্রার গাড়িতে ককটেল হামলা

স্টাফ করেসপন্ডেন্ট
৩ জুলাই ২০২৫ ০২:৩৫ | আপডেট: ৩ জুলাই ২০২৫ ০২:৪০

এনসিপির জুলাই পদযাত্রার গাড়িতে ককটেল হামলা। ছবি: সংগৃহীত

ঢাকা: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর শাখার জুলাই পদযাত্রায় ব্যবহৃত একটি গাড়িতে (ন্যাশনাল ক্যাম্পেইন ফর পার্টিসিপেশন) ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

বুধবার (২ জুলাই) রাত ১২টা বাজার কিছু সময় আগে বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। সংগঠনের যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহীন বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ঘটনার প্রতিবাদে রাত সাড়ে ১২টায় ঢাকা মহানগর এনসিপির উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল হয়।

এনসিপির নেতারা এই হামলাকে আন্দোলন দমানোর একটি চেষ্টা হিসেবে দেখছেন। দলটির নেতারা বলছেন, জুলাই গণঅভ্যুত্থানের পথ রুখে দেওয়া যাবে না।

বিজ্ঞাপন

এদিকে রমনা থানার উপপরিদর্শক (এসআই) কামরুল হাসান জানান, রাত পৌনে ১২টার দিকে গাড়ির পেছনের দিকে ককটেল বিস্ফোরণ হয়। বিষয়টি জানার পর পুলিশ ঘটনাস্থলে যায়। তবে ককটেল কীভাবে বিস্ফোরিত হয়েছে, সেটি কেউ দেখেননি। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

এর আগে গত ২৩ জুন এনসিপির নেতা-কর্মীদের লক্ষ্য করে রূপায়ণ টাওয়ারের সামনে ককটেল নিক্ষেপ করার ঘটনা ঘটেছিল। ওই ঘটনায় অন্তত দু’জন আহত হয়েছেন বলে ওই সময় দলটির পক্ষ থেকে জানানো হয়েছিল।

সারাবাংলা/এফএন/পিটিএম

এনসিপি গাড়িতে ককটেল হামলা জুলাই গণঅভ্যুত্থানের এক বছর জুলাই পদযাত্রা জুলাই বিপ্লবের এক বছর টপ নিউজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর