১০০ রান তুলতে বাংলাদেশ হারিয়েছিল ১ উইকেট। শ্রীলংকার দেওয়া ২৪৪ রানের টার্গেট সহজেই টপকে যাবে বাংলাদেশ, ধারণা করা হচ্ছিল এমনটাই। ঠিক তখনই অবিশ্বাস্য এক ব্যাটিং বিপর্যয়ে পড়ল বাংলাদেশ। ৫ রানের ব্যবধানে ৭ উইকেট হারানোর সেই ধাক্কা আর কাটিয়ে উঠতে পারেনি মিরাজের দল, ম্যাচ হেরেছে ৭৭ রানে। ম্যাচ শেষে বাংলাদেশ পেসার তাসকিন আহমেদ বলছেন, ড্রেসিংরুমে কফি খেতে গিয়েই দেখেন ৫ উইকেট পড়ে গেছে!
সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশের টপ অর্ডারের ৩ ব্যাটার বেশ ভালো শুরুই এনে দিয়েছিলেন দলকে। শান্ত-ইমন জুটিতে অনায়াসেই জয়ের পথে এগিয়ে যাচ্ছিল বাংলাদেশ। তবে সেই যাত্রায় ভাটা পড়ে শান্তর রান আউটে। তার বিদায়ের পরপরই অবিশ্বাস্য বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। ১ উইকেটে ১০০ রান থেকে ১০৫ রানে ৮ উইকেট, অকল্পনীয় ব্যাটিং বিপর্যয়ে শেষ পর্যন্ত ম্যাচ হেরেই মাঠ ছেড়েছে বাংলাদেশ।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তাসকিন বলছেন, চোখের পলকেই অনেকগুলো উইকেট হারিয়েছে বাংলাদেশ, ‘এটা কিন্তু আমাকে মনে করিয়ে দেয়, ক্রিকেটে অনিশ্চয়তা আছে। এরকম আমি আশা করিনি। আমি ড্রেসিংরুমে বসে কফি খাচ্ছিলাম, কিন্তু হঠাৎ ৫ উইকেট পড়ে গেল! আশা করি পরের ম্যাচে আমরা আরও শক্তিশালী হয়ে ফিরবো। সবাই ভুল থেকে শিখে। কিন্তু আমার এটা একদমই ভালো লাগেনি।’
চাপেই ভেঙে পড়েছে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ, ধারণা তাসকিনের, ‘আসলে এক ওভারের মধ্যে ২ জন সেট ব্যাটার আউট হওয়াতেই হয়তো কিছুটা আতংকিত হয়ে পড়েছিল সবাই। চাপের মধ্যে আতংকিত হওয়াতে যেভাবে আউট হয়েছে, এটা অপ্রত্যাশিত ছিল। আমরা যেভাবে আউট হয়েছি, এতটাও বাজে দল আমরা না।’