Thursday 03 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কার্যালয়ের সামনে বিস্ফোরণের প্রতিবাদে রাজপথে এনসিপির নেতাকর্মীরা

স্টাফ করেসপন্ডেন্ট
৩ জুলাই ২০২৫ ০৮:৩৮

নেতাকর্মীদের বিক্ষোভ।

ঢাকা: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জুলাইয়ের প্রদর্শনী চলাকালে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করে প্রতিবাদ জানিয়েছে দলটি।

বুধবার (২ জুলাই) রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে মিছিল শুরু করেন দলীয় নেতাকর্মী।

এ সময় নেতাকর্মীরা ‘লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছ’, ‘যেই হাত ককটেল মারে, সেই হাত ভেঙে দে’, ‘সেই হাত গুঁড়িয়ে দাও, যেই হাত ককটেল মারে’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

এদিন রাত ১১টার দিকে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জুলাইয়ের প্রদর্শনী চলাকালে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় প্রদর্শনী ভ্যানের ডান পাশের পেছনের দিকের এক অংশ ভেঙে যায়।

বিজ্ঞাপন

এনসিপির যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির এরই মধ্যে গণমাধ্যমের কাছে কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আমাদের ঢাকা মহানগর দক্ষিণের জুলাই চিত্র প্রদর্শনীর গাড়িতে ককটেল হামলা চালিয়ে ক্ষয়ক্ষতি করা হয়েছে।

এর আগে গত ২৩ জুন দিবাগত রাত সাড়ে ১০টার রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ের নিচে দলটির নেতাকর্মীদের লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করা হয়।

এতে চারজন আহত হয়েছিলেন। আহত চারজন হলেন- শ্রমিক উইংয়ের শফিকুল ইসলাম, যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক আব্দুর রব, হাজারীবাগ থানার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম সদস্য সচিব সুমন হোসেন ও ঢাকা মহানগরের এনসিপির সদস্য আসিফ উদ্দিন সম্রাট।

সারাবাংলা/এফএন/এনজে

এনসিপি কার্যালয় প্রতিবাদ বিস্ফোরণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর