ঢাকা: বৃষ্টি শুধু প্রকৃতিকে ঠান্ডা করে না, মাঝে মাঝে তা মহানগরকে বাঁচাতেও আসে। কয়েক দিনের বৃষ্টিতে দূষণের ভারে ক্লান্ত রাজধানী ঢাকা যেন কিছুটা হাঁফ ছেড়ে বাঁচলো।
আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ার-এর তথ্য বলছে, বিশ্বের দূষিত শহরের তালিকায় প্রথমসারিতে থাকা ঢাকার অবস্থানে এসেছে উন্নতির ছোঁয়া।
বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল ৭টা ৪১ মিনিটে আইকিউএয়ারের রিপোর্টে দেখা যায়, ঢাকার একিউআই (Air Quality Index) স্কোর ৭৩- যা ‘মাঝারি’ হিসেবে ধরা হয়। অথচ বিগত সপ্তাহগুলোতে ১৫০ থেকে ২০০ স্কোর পেরিয়ে যাওয়াটা যেন নিত্যদিনের ঘটনা ছিল এই শহরের জন্য। এখন এই উন্নতি ঢাকাবাসীর জন্য নিঃসন্দেহে এক মিষ্টি শ্বাসের উপলক্ষ।
অন্যদিকে দূষণের শীর্ষে আফ্রিকার গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসাতে বাতাসের মান এতটাই খারাপ যে একিউআই স্কোর দাঁড়িয়েছে ১৭৯। এটি ‘অস্বাস্থ্যকর’ স্তরের সীমানায় পড়ে, বিশেষ করে শিশু, বয়স্ক ও শ্বাসযন্ত্রজনিত রোগীদের জন্য। ফলে দূষণের তালিকায় কিনশাসা এখন বিশ্বের শীর্ষে।
একিউআই স্কোর যদি ১৫১-২০০ হয়, তাহলে সেটা সাধারণ জনগণের জন্যও অস্বাস্থ্যকর। এর চেয়ে বেশি হলে ২০১ থেকে ৩০০ তা হয় ‘খুব অস্বাস্থ্যকর’। আর ৩০১-৪০০ হলে সেটা হয়ে যায় ‘ঝুঁকিপূর্ণ’, যা শহরের বাসিন্দাদের জন্য চরম স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।
বিশেষজ্ঞরা বলছেন, ঢাকার বাতাসের এই সাময়িক উন্নতির পেছনে রয়েছে গত কয়েকদিনের বৃষ্টিপাত। বৃষ্টির জলে ভাসে ধুলিকণা, ধোঁয়া ও বিভিন্ন ভাসমান কণাগুলো, ফলে একিউআই স্বস্তিদায়ক হয়। তবে এটি স্থায়ী সমাধান নয়। বৃষ্টি থেমে গেলে আবারও কার্বন নিঃসরণ, যানবাহনের ধোঁয়া ও নির্মাণসাইটের ধুলো বাতাসে ফিরে আসে বাড়িয়ে তোলে দূষণের মাত্রা।