ইন্দোনেশিয়ার জনপ্রিয় পর্যটন দ্বীপ বালির উপকূলে একটি ফেরি ডুবে যাওয়ার ঘটনায় কমপক্ষে চারজনের মৃত্যু হয়েছে এবং বহু মানুষ এখনো নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে উদ্ধারকারী দল।
জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থার সুরাবায়া দফতর জানায়, বুধবার (২ জুলাই) স্থানীয় সময় রাত ১১টা ২০ মিনিটে ফেরিটি জাভা দ্বীপের বানিউওয়ানগি থেকে বালির পথে যাওয়ার সময় সাগরে ডুবে যায়। ফেরিটিতে ৫৩ জন যাত্রী এবং ১২ জন ক্রু সদস্য ছিলেন।
এ পর্যন্ত ২৯ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। নিখোঁজদের উদ্ধারে এখনও অভিযান চালানো হচ্ছে।
ফেরি পরিচালনাকারী সংস্থা জানিয়েছে, ডুবে যাওয়ার আগে জাহাজটি ইঞ্জিন সমস্যার কথা জানিয়েছিল।
এ রুটটি প্রায়ই জাভা ও বালি দ্বীপের মধ্যে যাতায়াতকারী স্থানীয় বাসিন্দারা ব্যবহার করে থাকেন। উদ্ধার হওয়া চারজন জীবিত ব্যক্তিরা বানিউওয়ানগির বাসিন্দা বলে জানানো হয়েছে।
প্রায় ১৭ হাজার দ্বীপ নিয়ে গঠিত ইন্দোনেশিয়ায় সামুদ্রিক দুর্ঘটনা প্রায়ই ঘটে থাকে, যেখানে নিরাপত্তা বিধি প্রয়োগে দুর্বলতা একটি দীর্ঘদিনের সমস্যা।
প্রসঙ্গত, এর আগে মার্চ মাসে বালির উপকূলে ১৬ জন যাত্রীসহ একটি নৌকা ডুবে গেলে এক অস্ট্রেলিয়ান নারী নিহত হন।