পটুয়াখালী: জেলা বিএনপির সভাপতি পদে স্নেহাংশু সরকার কুট্রি ৭৭৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাকসুদ আহমেদ বাইজিদ পান্না পেয়েছেন ৪০২ ভোট।
সাধারণ সম্পাদক পদে ৪৭৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট মুজিবুর রহমান টোটন। তার নিকটতম প্রতিদ্বন্ধী বশির আহমেদ মৃধা পেয়েছেন ৪২০ ভোট।
দীর্ঘ ২৩ বছর পর বহুল প্রতীক্ষিত পটুয়াখালী জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনের ভোটে তারা নির্বাচিত হন। গতকাল বুধবার (২ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত পৌর শহরের ব্যামাগারের জিমনেসিয়ায় ডেলিগেট কাউন্সিলের সরাসরি ভোটে তারা নির্বাচিত হন।
এর আগে বেলা ১১টায় উৎসবমুখর পরিবেশে সম্মেলন শুরু হয়। বিকেল সাড়ে চারটায় দ্বিতীয় অধিবেশনে এ সম্মেলনে প্রধান অতিথির ভার্চুয়ালি বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।