Thursday 03 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২০২৪-২৫ অর্থবছরে বেনাপোল কাস্টমসে লক্ষ্যমাত্রার বেশি রাজস্ব আদায়

লোকাল করেসপন্ডেন্ট
৩ জুলাই ২০২৫ ১১:১৮ | আপডেট: ৩ জুলাই ২০২৫ ১৩:৪৪

কাস্টম হাউস বেনাপোল।

বেনাপোল: বেনাপোল কাস্টম হাউসে ২০২৪-২৫ অর্থবছরে লক্ষ্যমাত্রার চেয়ে ৩১৬ দশমিক ৫১ কোটি টাকার রাজস্ব বেশি আদায় হয়েছে।

জাতীয় রাজস্ব বোর্ড ৬ হাজার ৭০৫ কোটি টাকা রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করলেও রাজস্ব আয় হয়েছে ৭ হাজার ২১ দশমিক ৫১ কোটি টাকা। যা লক্ষ্যমাত্রার চেয়ে শতকরা ৪ দশমিক ৭২ শতাংশ বেশি।

কাস্টমস সূত্র জানায়, পূর্ববর্তী গত ২০২৩-২০২৪ অর্থবছরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৫ হাজার ৯৪৮ কোটি টাকা, কিন্ত আদায় হয়েছে ৬ হাজার ১৬৭ দশমিক ৩৮ কোটি টাকা। যা লক্ষ্যমাত্রার চেয়ে ২১৯ দশমিক ৩৮ কোটি টাকা বেশি আদায় হয়েছিল।

কাস্টমস ও বাণিজ্যিক সংশ্লিষ্টরা বলছেন, রাজনৈতিক, অর্থনৈতিক ও রাজস্ব বোর্ডের সংস্কার ঐক্য পরিষদের কলমবিরতি ও কপ্লিট শাট ডাউনের অস্থিরতার মধ্যেও রাজস্ব আদায়ের যে ধারাবাহিকতা চলছে, তাতে বছর শেষে লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হয়েছে।

বিজ্ঞাপন

ইন্ডিয়া–বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইনডাস্ট্রিজের ডাইরেক্টর মতিয়ার রহমান জানান, রাজস্ব বোর্ডের সংস্কার ঐক্য পরিষদের কলম বিরতী ও কমপ্লিট শাটডাউনের মধ্যেও বেনাপোল কাস্টমস হাউসে কমিশনার সহ অন্যান্য কর্মকর্তারা দফতরে উপিস্থিত থেকে রাজস্ব আদায়ের তদারকি করায় চলতি অর্থ বছরে লক্ষ্যমাত্রার চেয়ে অতিরিক্ত রাজস্ব আদায় সম্ভব হয়েছে।

দূরত্ব কম ও যোগাযোগ ব্যবস্থা উন্নত হওয়ায় প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে স্থলপথে বাংলাদেশি বাণিজ্যের প্রায় ৮০ শতাংশ আমদানি হয় বেনাপোল বন্দর দিয়ে। বছরে পণ্য আমদানির পরিমাণ প্রায় ৪০ হাজার কোটি টাকা, যা থেকে সরকার প্রতি বছর প্রায় ১০ হাজার কোটি টাকা রাজস্ব আদায় করে প্রত্যক্ষ ও পরক্ষ্যভাবে।

জাতীয় রাজস্ব বোর্ড (এন বি আর) থেকে অর্থবছরের শুরুতেই রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দেয়। সে অনুযায়ী গত অর্থবছরে বেনাপোল কাস্টম হাউসে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে ৬ হাজার ৭০৫ কোটি টাকা। ২০২৩-২৪ অর্থ বছরে বেনাপোল বন্দর দিয়ে ১৫ লাখ ৮১ হাজার ৯৫৪ দশমিক ২৪ মেট্রিক টন পন্য আমদানি হয়েছে। ২০২৪-২৫ অর্থ বছরে ভারতে ১৫ লাখ ৩৪ হাজার ৩৪০ দশমিক ২১ মেট্রিক টন পন্য আমদানি হয়েছে।

বেনাপোল সিএন্ডএফ এজেন্টস এ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক এমদাদুল হক লতা জানান, বেনাপোল স্থলবন্দর দিয়ে প্রতিদিন প্রায় ৪০০ থেকে ৫০০ পণ্যবাহী ট্রাক আমদানি হচ্ছে এবং ১৫০ থেকে ২০০ ট্রাক রফতানি হচ্ছে। কাস্টমস কর্তৃপক্ষ রাজস্ব ফাঁকি রোধে কঠোর অবস্থান গ্রহন করায় লক্ষ্যমাত্রার চেয়ে বেশি রাজস্ব আদায় সম্ভব হয়েছে।

বেনাপোল বন্দরের উপ-পরিচালক মামুন তরফদার জানান, ২০২৩-২৪ অর্থবছরে ৩ লাখ ৫০ হাজার ৭৭৪ দশমিক ৮৫ মেট্রিক টন রফতানি হয়েছে। ২০২৪-২৫ অর্থবছরে ৩ লাখ ৮১ হাজার ৪৪০ দশমিক ৭৭ মেট্রিক টন পণ্য ভারতে রফতানি হয়েছে বেনাপোল বন্দর দিয়ে। এটি পূর্ববর্তী অর্থবছরের তুলনায় ৩০ হাজার ৬৬৫ দশমিক ১৫ মেট্রিক টন কম।

বেনাপোল কাস্টম হাউসের কমিশনার মো: কামরুজ্জামান জানান, বেনাপোল কাস্টম হাউসে সার্বিক আমদানির পরিমান ৮ শতাংশ কম হলেও রাজস্ব আদায়ে প্রবৃদ্ধির হার বেড়েছে ১৩ দশমিক ৫১ শতাংশ ১৪ শতাংশ। এটি হাউজের উল্লেখযোগ্য অর্জন। এছাড়া রাজস্ব ফাঁকি রোধে এ বন্দরে জিরো টলারেন্স নীতি অনুসরণ করায় শুল্ক ফাকির প্রবনতা কমে গেছে। কোন অনিয়ম ধরা পড়লে রাজস্ব আদায়সহ কঠোর আইনানুগ ব্যাবস্থা গ্রহন করা হচ্ছে।

সারাবাংলা/এনজে

বেনাপোল কাস্টম রাজস্ব আদায়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর