প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পরপরই ঘোষণা করেছিলেন, যুক্তরাষ্ট্রের ক্রীড়াঙ্গনে নারীদের বিভাগে অংশ নিতে পারবেন না ট্রান্সজেন্ডার অ্যাথলেটরা। তার এই সিদ্ধান্তের খড়গ নেমে এল সাঁতারু লিয়া টমাসের ওপরে। ট্রাম্পের আদেশে কেড়ে নেওয়া হয়েছে এই ট্রান্সজেন্ডার সাঁতারুর পদক, মুছে দেওয়া হবে তার জাতীয় পর্যায়ের রেকর্ডও!
২০২২ সালে পেনসিলভেনিয়ায় যুক্তরাষ্ট্রের শিক্ষাপ্রতিষ্ঠান পর্যায়ের সর্বোচ্চ আসর এনসিএএ চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছিলেন লিয়া। সেই টুর্নামেন্টে প্রথম ট্রান্সজেন্ডার অ্যাথলেট হিসেবে সোনা জেতেন তিনি। এই ঘটনা সেই সময়ে জন্ম দিয়েছিল বড় বিতর্কের। কারণ এই লিয়াই লিঙ্গ পরিবর্তের আগে ছেলেদের বিভাগে অংশ নিয়ে হয়েছিলেন ৪৬২ তম!
মেয়েদের বিভাগে অংশ নিয়ে যখন সোনা জেতেন লিয়া, তখন নারী প্রতিযোগীরা তীব্র ক্ষোভ জানিয়েছিলেন। সেই ক্ষোভে খুব একটা লাভ হয়নি। তবে ৩ বছর পর ট্রাম্পের নির্বাহী আদেশে কেড়ে নেওয়া হচ্ছে তার পদক ও রেকর্ড।
ট্রাম্পের আদেশের পর পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয় জানিয়েছে, আর কখনোই ট্রান্সজেন্ডার অ্যাথলেটকে কোনো টুর্নামেন্টে অংশ নিতে দেবেন না তারা। এমনকি ২০২১-২২ মৌসুমের সব রেকর্ডও হালনাগাদ করা হবে। ৪০০ মিটার রিলে লিয়ার রেকর্ডটাও মুছে ফেলা হবে।
ওই সময়ে লিয়ার পদক জেতায় যেসব নারী প্রতিযোগী ক্ষোভ জানিয়েছিলেন, তাদের কাছে ক্ষমাও চেয়েছে পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।