Thursday 03 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে এইচএসসি পরীক্ষার্থী আহত

স্টাফ করেসপন্ডেন্ট
৩ জুলাই ২০২৫ ১২:১১ | আপডেট: ৩ জুলাই ২০২৫ ১২:১৩

ঢাকা: রাজধানীর গ্রীন রোড এলাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে এইচএসসি পরীক্ষার্থী আহত হওয়ার ঘটনা ঘটেছে। তার নাম রিনা ত্রিপুরা (২০)।

বৃহস্পতিবার (৩ জুলাই) ভোরের দিকে গ্রীন রোড মেহেরুন্নেসা স্কুল অ্যান্ড কলেজের ছাত্রীনিবাসের সামনে এই ঘটনাটি ঘটে। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত রিনা ত্রিপিরার ভাই জুয়েল ত্রিপুরা জানান, তার বোন রিনা ত্রিপুরা ধানমন্ডি মেহেরুন্নেসা স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী। গত বছর এই কলেজ থেকেই সে এইচএসসি পরীক্ষা দিয়েছেল। তবে পরীক্ষার আইসিটিতে ফেল করেছিল। আগামী ৭জুলাই শুধু আইসিটি পরীক্ষা দেওয়ার কথা। এই কারণে দেশের বাড়ি বান্দরবান থানচি উপজেলা থেকে বাসযোগে ভোরে কলাবাগানে নামে। সেখান থেকে রিকশাযোগে কলেজের ছাত্রীনিবাসের সামনে আসলে কয়েকজন ছিনতাইকারী তার রিকশাটি গতিরোধ করে এবং তাকে ছুরিকাঘাত করে তার কাছে থাকা দুইটি ব্যাগ নিয়ে যায়। ব্যাগের মধ্যে মূল্যবান জিনিসপত্র ও কাগজপত্র ছিল। খবর রক্তাক্ত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

বিজ্ঞাপন

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পে ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, সকালে গ্রীনরোড এলাকা থেকে এক শিক্ষার্থী ছুরিকাঘাতে আহত হয়ে হাসপাতালে এসেছে। স্বজনরা অভিযোগ করেন ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে জিনিসপত্র নিয়ে গেছে। তার মাথায় ও কাঁধে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সারাবাংলা/এসএসআর/এনজে

আহত এইচএসসি পরীক্ষার্থী ছিনতাইকারী ছুরিকাঘাত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর