Thursday 03 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিশু হাসপাতালে অবৈধ নিয়োগের প্রতিবাদে মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট
৩ জুলাই ২০২৫ ১৩:০৩ | আপডেট: ৩ জুলাই ২০২৫ ১৩:৩৩

চিকিৎসক এবং ছাত্রদের মানববন্ধন।

ঢাকা: শিশু হাসপাতালে অবৈধভাবে রাতের আধারে ৬৫ জনকে নিয়োগ দেওয়ার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল ১০ টা থেকে শিশু হাসপাতালের সামনে চিকিৎসক ও ছাত্রদের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় ‘নব্য ফ্যাসিস্ট এর অস্থানা, ভেঙে দাও গুড়িয়ে দাও’ বলে স্লোগান দেওয়া হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, আমরা চাই এ রকম নিয়োগ বাতিল করে আগামীতে স্বচ্ছতার ভিত্তিতে আবার নিয়োগ দেওয়া হোক এবং মেধার ভিত্তিতে এই জাতিকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া হোক। লোক চক্ষুর আড়ালে এই নিয়োগ দেওয়া হয়েছে। যতগুলো প্রার্থী ততটাই নিয়োগ, কোনো পরীক্ষা, ভাইবা ও নিয়োগ বিজ্ঞপ্তি হয়েছে কিনা সেটা কারো জানা নাই।

বিজ্ঞাপন

তারা বলেন, এ রকম নিয়োগ ফ্যাসিস্ট সরকারের সময়ও করা হয়নি। আমরা সেটা কেন করতে যাবো এত সুন্দর একটা জাতীয় প্রতিষ্ঠানে। যদি নিয়োগ প্রাপ্তদের যোগ্যতা থাকে তাহলে তারা সামনে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আসবে। আমরা এ জন্য পরিচালক ও প্রশাসনকে দায়ী করছি।

বক্তারা আরও বলেন, এই হাসপাতালের একজন চিকিৎসককে জাতির সামনে বিপর্যস্ত ও লাঞ্চিত হতে হয়েছে। আমরা পরিচালকদের বলতে চাই, এগুলো দেখে আপনারা জাতির কাছ থেকে শিক্ষা নিন। আপনারা শ্রদ্ধার আসনে থাকার চেষ্টা করেন।

সারাবাংলা/এমএইচ/এনজে

অবৈধ নিয়োগ বন্ধের প্রতিবাদ শিশু হাসপাতাল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর