ঢাকা: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক সারজিস আলম ফেসবুকে একটি পোস্ট দিয়ে লালমনিরহাটে চাঁদাবাজি নিয়ে অভিযোগ তুলেছেন। সেই পোস্টে তিনি সরাসরি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ট্যাগ করেছেন।
বুধবার (২ জুলাই) রাত ১টা ১৩ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে সারজিস দাবি করেন, লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার অনুমোদিত পাথর ও বালুর সাইট থেকে বিভিন্ন গন্তব্যে যাওয়া প্রতিটি গাড়ি থেকে ৫০০ থেকে এক হাজার টাকা পর্যন্ত চাঁদা আদায় করা হচ্ছে। তার ভাষায়, ‘নিয়মিত লক্ষ টাকার চাঁদাবাজির নামে লুটপাট চলছে।’

সারজিস আলমের ফেসবুক পোস্ট।
সারজিস জানান, বুধবার (২ জুলাই) পাটগ্রামের ইউএনও দুই চাঁদাবাজকে আটক করে এক মাসের কারাদণ্ড দেন। কিন্তু এরপর ‘বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের কয়েকশ নেতাকর্মী’ থানায় গিয়ে ভাঙচুর চালিয়ে আটকদের ছিনিয়ে নিয়ে যায়।
তিনি আরও লেখেন, ‘জেলা পুলিশ সুপার যখন পার্শ্ববর্তী হাতীবান্ধা থানা থেকে অতিরিক্ত ফোর্স চায়, তখন বিএনপি নেতাকর্মীরা সেই থানা অবরুদ্ধ করে রাখে।’
‘এভাবে দেশ সংস্কার হবে না’ বলে সারজিস তার পোস্টে প্রশ্ন তোলেন- ‘যদি মাঠ পর্যায়ের নেতাকর্মীরা চাঁদাবাজদের প্রটেক্ট করে, তাহলে বিএনপি কেমন সংস্কার আনে?’ একই সঙ্গে তিনি দাবি করেন, চাঁদাবাজদের পেছনে রয়েছেন একজন স্থানীয় এমপি প্রত্যাশী।
বিএনপিকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে পোস্টের শেষদিকে সারজিস বলেন, ‘আমরা বিএনপির দফা দেখতে চাই না, দেখতে চাই চাঁদাবাজদের বিরুদ্ধে তাদের অবস্থান। সেটা নিজের দলের লোক হলেও।’ প্রশাসনকে জিম্মি করে এমন অপকর্মে বিএনপি কী ব্যবস্থা নেয়, সেটাই এখন দেখার বিষয় বলে মন্তব্য করেন তিনি।
এই অভিযোগের বিষয়ে বিএনপির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।