ঢাকা: বিদেশ ভ্রমণকারী যাত্রী কিংবা প্রবাসীরা এখন থেকে কোনো শুল্ক ও কর প্রদান ছাড়াই ১০০ গ্রামওজনের সোনার অলংকার বা ২০০ গ্রাম ওজনের রূপার অলংকার এবং ১টি মোবাইল ফোন আনতে পারবেন। তবে নির্দিষ্ট একটি পঞ্জিকা বছরে এ ধরনের সুবিধা মাত্র একবার পাওয়া যাবে। আর ন্যূনতম ছয় মাস বিদেশে রয়েছেন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো কর্তৃক ইস্যুকৃত বিএমইটি কার্ডধারী প্রবাসীরা কোনো একটি পঞ্জিকা বছরে ২টি নতুন মোবাইল ফোন আনতে পারবেন।
ব্যাগেজ রুলস সংশোধন পূর্বক বুধবার (২ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
এনবিআর জানায়, বিদেশে ভ্রমণকারী যাত্রী ও প্রবাসীদের সুবিধার্থে ব্যাগেজ রুলস সংশোধন করেছে অন্তর্বর্তীকালীন সরকার। বিভিন্ন অংশীজন এবং মাঠ পর্যায়ের দপ্তরসমূহের মতামত বিবেচনায় নিয়ে প্রবাসী বাংলাদেশিদের ব্যাগেজ সুবিধা বৃদ্ধিসহ কতিপয় বিষয় এসআরও এর মাধ্যমে সংশোধন করা হয়েছে।
অন্যান্য সংশোধন ও পরিবর্তনগুলো হচ্ছে- তোলা প্রতি ৫ হাজার টাকা শুল্ক-কর পরিশোধ করে একজন যাত্রী কোনো পঞ্জিকা বছরে একবার ১০ তোলা ওজনের একটি সোনার বার আনতে পারবেন।
বিদেশ থেকে আগত সকল যাত্রী অনলাইনে ব্যাগেজ ঘোষণা ফরম জমা প্রদান করতে পারবেন। তবে ব্যাগেজ সুবিধার অপব্যবহার রোধকল্পে কাস্টমস হল বা কাস্টমস এলাকা ত্যাগ করার পূর্বেই ব্যাগেজ ঘোষণা প্রদান বাধ্যতামূলক।