Thursday 03 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যাত্রবাড়ীতে হত্যা মামলায়: শরীয়তপুর পৌরসভার সাবেক মেয়র আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ জুলাই ২০২৫ ১৬:১৪ | আপডেট: ৩ জুলাই ২০২৫ ১৬:১৬

শরীয়তপুর পৌরসভার সাবেক মেয়র অ্যাডভোকেট পারভেজ রহমান জন।

শরীয়তপুর: শরীয়তপুর পৌরসভার সাবেক মেয়র অ্যাডভোকেট পারভেজ রহমান জনকে ঢাকার বনশ্রী এলাকা থেকে আটক করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

বুধবার (২ জুলাই) রাত ১টা ১০ মিনিটের দিকে ডিবির একটি দল তাকে রাজধানীর বনশ্রীর বাসা থেকে আটক করে নিয়ে যায়।

জানা গেছে, তৎকালিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় পারভেজ রহমান জন ৭৩ নম্বর আসামি। মামলায় হত্যা ও আলামত নষ্টের অভিযোগ আনা হয়েছে। এ মামলায় ঘটনাস্থল ছিল ঢাকার যাত্রাবাড়ী থানার চৌরাস্তার সড়ক, যেখানে ২০২৪ সালের ৫ আগস্ট দুপুর ২টার দিকে সংঘর্ষ ও হত্যার ঘটনা ঘটে।

মামলার এফআইআর সূত্রে জানা যায়, মামলাটি প্রথমে আদালতের নির্দেশে ২৮ জানুয়ারি, ২০২৫ তারিখে যাত্রাবাড়ী থানায় রেকর্ড করা হয়। এরপর পুলিশের তদন্তে সাবেক মেয়র পারভেজ রহমানকে এজাহারে আসামি করা হয়।

বিজ্ঞাপন

অ্যাডভোকেট পারভেজ রহমান জনের পরিবাররের সদস্যরা জানায়, বুধবার (২ জুলাই) রাতে ডিবির একটি টিম পারভেজ রহমান জনকে আটক করে নিয়ে যায়। যাওয়ার আগে বলে যায় যাত্রাবাড়ী থানায় একটি মামলা রয়েছে তার বিরুদ্ধে সেখানে যোগাযোগ করতে। পরে আমরা যোগাযোগ করে জানতে পারি তিনি মিন্টু রোডের ডিবি কার্যালয়ে আছেন।

এ ব্যাপারে শরীয়তপুরের পালং মডেল থানার ওসি হেলাল উদ্দিন বলেন, সাবেক মেয়র ঢাকায় গ্রেফতার হয়েছেন কিনা আপনার কাছ থেকেই শুনেছি। তবে ফিসিয়ালি এখনো কোনো তথ্য পাইনি।

প্রসঙ্গত, পারভেজ রহমান জন শরীয়তপুর জজ কোর্টের সাবেক এপিপি এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী। ২০২১ সালের দ্বিতীয় ধাপে পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নৌকা প্রতিক নিয়ে তিনি মেয়র পদে নির্বাচিত হন। জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর অর্ন্তবতী সরকার ২০২৪ সালের ১৮ আগস্ট এক প্রজ্ঞাপনে তাকে অপসারণ করা হয়েছে।

সারাবাংলা/এনজে

যাত্রবাড়ী সাবেক মেয়র আটক হত্যা মামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর