ঢাকা: ঈদুল আজহার সময় কোরবানির পশু তথা গরু-ছাগল ‘ওজন ভিত্তিক’ বিক্রি বাধ্যতামূলক করার দাবিতে সরকারের সংশ্লিষ্টদের আইনি নোটিশ দিয়েছেন এক আইনজীবী।
বৃহস্পতিবার (৩ জুলাই) নোটিশ পাঠানোর বিষয়টি নিশ্চিত করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান। এর আগে, রেজিস্ট্রি ডাক ও ই-মেইলের মাধ্যমে এ নোটিশ পাঠানো হয়। এতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব এবং বিএসটিআই চেয়ারম্যানকে বিবাদী করা হয়েছে।
নোটিশে বলা হয়, মাছ ও মুরগি ওজন অনুযায়ী বিক্রি হলেও কোরবানির পশুতে এখন পর্যন্ত ‘লাইভ ওয়েট’ বা জীবিত ওজনের ভিত্তিতে মূল্য নির্ধারণ বাধ্যতামূলক করা হয়নি। ফলে মূল্য নির্ধারণ নিয়ে দরকষাকষি হয়। এক্ষেত্রে অধিকাংশ মানুষই ঠকে যান।
ইসলামে ওজন নির্ধারণ করে সঠিকভাবে পণ্য বিক্রির ওপর জোর দেওয়া হয়েছে। ফিতরার ক্ষেত্রেও নির্দিষ্ট পরিমাণ চাল বা আটা ওজন করে দান করার নির্দেশনা রয়েছে। এ প্রেক্ষাপটে গরু ও খাসি ওজনভিত্তিক বিক্রি করা ইসলামী মূল্যবোধ, ভোক্তা অধিকার এবং সংবিধানের ৪১ অনুচ্ছেদের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
প্রত্যেক হাটে বিএসটিআই অনুমোদিত ডিজিটাল ওজন যন্ত্র স্থাপন বাধ্যতামূলক করতে হবে ও পশুর দাম ওজনে নির্ধারণ করতে হবে বলে নোটিশে দাবি করা হয়। এ বিষয়ে ১০ দিনের মধ্যে কার্যকর পদক্ষেপ না দিলে হাইকোর্টে রিট পিটিশন করা হবে বলে জানান এই আইনজীবী।