Thursday 03 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাবিতে ক্যান্টিনের ছাদ থেকে পড়ে শ্রমিক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট
৩ জুলাই ২০২৫ ১৬:৫৭ | আপডেট: ৩ জুলাই ২০২৫ ২০:২৯

মরদেহ। প্রতীকী

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) ক্যান্টিন সংস্কারের কাজ চলাকালে দেয়াল ভাঙ্গার সময় ছাদ ভেঙ্গে পড়ে দানী ইসলাম (৫০) নামে এক শ্রমিক মারা গেছেন।

বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে। পরে দেখতে পেয়ে সহকর্মী ও স্বজনরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বেলা সোয়া ৩টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে মৃত দানী ইসলামের শ্যালক শহিদুল ইসলাম জানান, তার বাড়ি কিশোরগঞ্জের ইটনা উপজেলার নয়ানগর গ্রামে। বর্তমানে মিরপুর-১০ সেনপাড়া এলাকায় ভাড়া থাকতেন। বাবার নাম মৃত চান মিয়া। মৃত দানী ইসলাম কৃষি কাজ করতেন। কয়েকদিন ধরে ঢাকায় এসে শ্রমিকের কাজ করছিলেন।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, তারা ঢাবিতে ক্যান্টিনের সংস্কার কাজ করছিলেন। দুপুরে দানিশ মিয়া একতলায় ফলস ছাদে কাজ করছিল। হঠাৎ সেখান থেকে নিচে পড়ে আহত হন। দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে মারা যায়।

আইবিএ ক্যান্টিনের ম্যানেজার শামসুল হক বলেন, ক্যান্টিনের পেছনে রান্নাঘরে সংস্কারের কাজ চলছিল।  সেখানে হঠাৎ মাথায় বড় ইট পড়ে একজন শ্রমিক মাথায় আঘাত পায়। ঠিকাদার শ্রমিককে হাসপাতাল নিয়ে যায়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ঢাবি এলাকা থেকে স্বজন ও সহকর্মীরা ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সারাবাংলা/এসএসআর/পিটিএম

ক্যান্টিন ছাদ ঢাকা বিশ্ববিদ্যালয় নিহত শ্রমিক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর