Thursday 03 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএনপির মহাসচিবের সঙ্গে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের বৈঠক

স্পেশাল করেসপন্ডেন্ট
৩ জুলাই ২০২৫ ১৭:২৬

বিএনপির মহাসচিবের সঙ্গে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের বৈঠক।

ঢাকা: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ান হাইকমিশনার সুসান রাইল।

বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেল ৪ টায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক হয়।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটি ও চেয়ারপারসন ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং বিএনপির সাংগঠনিক সম্পাদক ও চেয়ারপারসন পররাষ্ট্রনীতিবিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটি সদস্য শামা ওবায়েদ।

ঘণ্টাব্যাপী বৈঠকে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলাপ হয়। দ্বিপাক্ষিক ব্যবসা-বাণিজ্য, আমদানি-রফতানি, স্টুডেন্ট ভিসা, গবেষণা, দুগ্ধজাত পণ্য আমদানি আলোচনায় গুরুত্ব পায়। বাংলাদেশের রাজনীতি নিয়েও বৈঠকে আলোচনা হয়।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেড/এইচআই

অস্ট্রেলিয়ান হাইকমিশনার বিএনপি মির্জা ফখরুল ইসলাম সুসান রাইল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর