নরসিংদী: বিএনপি’র যুগ্ম মহাসচিব এবং নরসিংদী জেলা বিএনপি’র সভাপতি খায়রুল কবির খোকন বলেছেন, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের মাধ্যমে যে বিজয় অর্জিত হয়েছে, তা চূড়ান্ত বিজয় নয়। এই বিজয়ের ফলে আমরা কেবল একটি মুক্ত পরিবেশ পেয়েছি।
তিনি আরও বলেন, ‘আগামী দিনে একটি অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যে সরকার গঠিত হবে এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা হবে, সেদিনই গণতন্ত্রের চূড়ান্ত বিজয় অর্জিত হবে। নির্বাচন ছাড়া গণতন্ত্রের চূড়ান্ত বিজয় অর্জন সম্ভব নয়।
বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে নরসিংদী সাটিরপাড়া এলাকায় ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) নরসিংদী জেলার আয়োজিত জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষ্যে স্বেচ্ছায় রক্তদান ও ব্লাড গ্রুপিং অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন।
এ সময় ড্যাবের নরসিংদী জেলার সভাপতি ডা. এম. এস. এস হাসান আল জামীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহী, জেলা বিএনপির সহ-সভাপতি তোফাজ্জল হোসেন মাস্টার।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণবিষয়ক সম্পাদক ডা. নরুল্লাহ আল মাসুদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি আবু সালেহ চৌধুরী, হারুন-অর-রশিদ, এ. কে. এম গোলাম কবির কামাল (সাবেক জি. এস), ফারুক উদ্দিন ভূঁইয়া, রবিউল ইসলাম রবি, সাংগঠনিক সম্পাদক আমিনুল হক বাচ্চু, মাজহারুল হক টিটু, দফতর সম্পাদক মনিরুল হক জাবেদ, জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদসহ অন্যান্য নেতাকর্মীরা।