ঢাকা: বাংলাদেশ জামায়াতে ইসলামীকে দাঁড়িপাল্লা প্রতীকসহ নিবন্ধন ফিরিয়ে দিয়ে জারি করা প্রজ্ঞাপনটি এবার গেজেট আকারে প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার (৩ জুলাই) ইসি কর্মকর্তারা বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
এর আগে, ২৪ জুলাই জামায়াতকে প্রতীকসহ নিবন্ধন ফিরিয়ে দেওয়ার প্রজ্ঞাপন জারি করা হয়। এরপর তা ছাপানোর জন্য পাঠানো হয় বিজি প্রেসে। সেখান থেকে গত ২৬ জুন গেজেটটি প্রকাশ করা হয়।
প্রকাশিত গেজেটে উল্লেখ করা হয়েছে, গণপ্রতিনিধিত্ব আদেশের আওতায় রাজনৈতিক দল হিসাবে নিবন্ধনের জন্য ওই আদেশের ৯০ (বি) ধারার শর্তানুযায়ী বাংলাদেশ জামায়াতে ইসলামীর আবেদনের প্রেক্ষিতে দলটিকে ২০০৮ সালের ৫ নভেম্বর নিবন্ধন দিয়েছিল নির্বাচন কমিশন।
গেজেটে বলা হয়, যেহেতু, বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে দায়েরকৃত রিট পিটিশনের প্রদত্ত রায়ের সূত্রে ২০১৮ সালের ২৮ অক্টোবর দলটির নিবন্ধন বাতিল করে নির্বাচন কমিশন। এবং আপিল বিভাগ হাইকোর্টের রায়কে পরবর্তী সময়ে বাতিলপূর্বক দলটির নিবন্ধন পুনর্বহালের আদেশ প্রদান করেন। সেহেতু, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের প্রদত্ত রায়ের প্রেক্ষিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিলের বিষয়ে নির্বাচন কমিশন কর্তৃক ২০১৮ সালের ২৮ অক্টোবর প্রকাশিত প্রজ্ঞাপনটি বাতিল করে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র নিবন্ধন প্রতীকসহ পুনর্বহাল করা হল।
ইসির এই গেজেট প্রকাশের মধ্য দিয়ে প্রতীকসহ জামায়াতের নির্বাচনে অংশগ্রহণে সকল আইনি অধিকার নিশ্চিত হলো। তবে এখনো জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকটি নির্বাচনি বিধিমালায় অন্তর্ভুেক্ত করা হয়নি। অচিরেই সেই কাজ সম্পন্ন হবে বলে জানিয়েছে ইসি সূত্র।