টাঙ্গাইল: বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বিএনপি শুরু থেকেই নিরপেক্ষ নির্বাচনের দাবিতে আন্দোলন করে আসছে। যিনি নির্বাচনে বিজয়ী হবেন, তিনিই রাষ্ট্র পরিচালনা করবেন—এটাই জনগণের প্রত্যাশা।
বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শোক ও বিজয়ের প্রথম বর্ষপূর্তিতে বিএনপি আয়োজিত কেন্দ্রীয় কর্মচারীর অংশ হিসেবে টাঙ্গাইল মেডিকেল কলেজে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) টাঙ্গাইল শাখাস্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করে।
সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ‘ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন তাদের সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।’
তিনি বলেন, ‘দেশের প্রকৃত মালিক হলো এ দেশের জনগণ। অতীতে যখনই জনগণের বিপক্ষে গিয়ে কেউ দেশ পরিচালনা করতে চেয়েছে, তখনই জনগণ তাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। পরবর্তীতে সেই সরকারই স্বৈরাচারে পরিণত হয়েছে।’
এ সময় আরও বক্তব্য দেন জেলা বিএনপি’র সভাপতি হাসানুজ্জামীর শাহীন, সম্পাদক অ্যাডভোকেট ফরাদ ইকবাল ও ড্যাব টাঙ্গাইল শাখার সভাপতি ডাক্তার আব্দুল মতিন প্রমুখ।