ঢাকা: সদ্য সমাপ্ত ২০২৪-২৫ অর্থবছরে দেশের মোট রফতানি আয় দাঁড়িয়েছে ৪ হাজার ৮২৮ কোটি ৩৯ লাখ ডলার। এটি এর আগের অর্থবছরের (২০২৩-২৪) তুলনায় প্রায় ৩৮১ কোটি ৪২ লাখ ডলার বেশি। ওই অর্থবছরে রফতানি আয়ের পরিমাণ ছিল প্রায় ৪ হাজার ৪৪৭ কোটি ডলার। শতকরা হিসেবে সমাপ্ত অর্থবছরে রফতানি আয় বেড়েছে ৮ দশমিক ৫৮ শতাংশ।
তবে রফতানি আয় বাড়লেও লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। গত ২০২৪-২৫ অর্থবছরে রফতানি আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৫ হাজার ৭৫০ কোটি ডলার এবং প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ছিল ১২ দশমিক ৪০ শতাংশ।
রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) এর তথ্য মতে, সর্বশেষ গত জুনে রফতানি আয় দাঁড়িয়েছে ৩৩৩ কোটি ৭৯ লাখ ডলার। এর আগের বছর (২০২৪ সাল) জুনে রফতানি আয়ের পরিমাণ ছিল ৩৬১ কোটি ৪ লাখ ডলার।
ইপিবি’র তথ্য অনুযায়ী, মোট রফতানি আয়ের মধ্যে তৈরি পোশাক (আরএমজি) খাতে রফতানি হয়েছে ৩ হাজার ৯৩৪ কোটি ৬৯ লাখ ডলার (প্রবৃদ্ধির হার ৮.৮৪ শতাংশ)। এর মধ্যে নিটওয়্যার খাতে রফতানি হয়েছে ২ হাজার ১১৫ কোটি ৯০ লাখ ডলার (প্রবৃদ্ধির হার ৯.৭৩ শতাংশ) এবং ওভেন পোশাক খাতে রফতানি আয় দাঁড়িয়েছে ১ হাজার ৮১৮ কোটি ৭৯ লাখ ডলার (প্রবৃদ্ধির হার ৭.৮২ শতাংশ)। এছাড়া হোম টেক্সটাইল খাতে রফতানি হয়েছে ৮৭ কোটি ১৫ লাখ ডলার (প্রবৃদ্ধির হার ২.৪২ শতাংশ)।
অন্যান্যের মধ্যে হিমায়িত খাদ্যে ১৭.২৩ শতাংশ, প্ল্যাস্টিক পণ্যে ১৬.২১ শতাংশ, রাবার জাতীয় পণ্যে ১৪.৯২ শতাংশ, চামড়া ও চামড়াজাত পণ্যে ১০ দশমিক ১৯ শতাংশ রফতানি প্রবৃদ্ধি হয়েছে।