Friday 04 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পরিবেশ উন্নয়ন ও জীববৈচিত্র্য সংরক্ষণে ৬ কোটি টাকা অনুদান দেবে সুইডেন

স্পেশাল করেসপন্ডেন্ট
৩ জুলাই ২০২৫ ১৮:৫২

ঢাকা: পরিবেশগতভাবে সংকটাপন্ন এলাকার তদারকি বাড়ানো এবং বন্যপ্রাণী ট্রাস্ট তহবিল গঠনের মাধ্যমে জীববৈচিত্র্য সংরক্ষণে বাংলাদেশকে ৪৯ লাখ এসইকে (সুইডিশ মুদ্রা) অনুদান দেবে সুইডেন সরকার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৬ কোটি ১৬ লাখ টাকা।

বৃহম্পতিবার (০৩ জুলাই) রাজধানীর শেরেবাংলা নগরস্থ ‘অর্থনৈতিক সম্পর্ক বিভাগ’ কার্যালয়ে বাংলাদেশ সরকার এবং সুইডেন সরকারের মধ্যে ‘স্ট্রেংদেনিং ক্যাপাসিটি ফর ন্যাচারাল রিসোর্স ম্যানেজমেন্ট অ্যান্ড ইম্প্রুভড ক্লাইমেট রেজিলেন্স’ শীর্ষক প্রকল্পের অনুদান চুক্তি সই করা হয়। চুক্তিতে বাংলাদেশ সরকারের পক্ষে ইআরডি সচিব (রুটিন দায়িত্বে) ড. একেএম শাহাবুদ্দিন এবং সুইডেন সরকারের পক্ষে দেশটির হেড অব ডেভলপমেন্ট কর্পোরেশন ও চার্জ দ্যা অ্যাফিয়ার্স মারিয়া স্ট্রিডসম্যান চুক্তিটি সই করেন। অনুষ্ঠানে সুইডেন দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তারা ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

ইআরডি জানায়, প্রকল্পটির উদ্দেশ্য হলো জলবায়ু পরিবর্তনের সঙ্গে সংযোগ স্থাপন করে পরিবেশগতভাবে সংকটাপন্ন এলাকার তদারকি বৃদ্ধি এবং বন্যপ্রাণী ট্রাস্ট তহবিল গঠনের মাধ্যমে জীববৈচিত্র্য সংরক্ষণ। প্রকল্পের মেয়াদ জুলাই ২০২৫ থেকে ডিসেম্বর ২০২৬ পর্যন্ত।

সারাবাংলা/আরএস

পরিবেশ ও জীব বৈচিত্র সুইডিশ অনুদান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর