Friday 04 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘জুলাই আন্দোলনকারীদের’ মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতির দাবি

স্পেশাল করেসপন্ডেন্ট
৩ জুলাই ২০২৫ ১৮:৪৯

জামায়াতের উদ্যোগে দুঃস্থ-এতিমদের মধ্যে খাবার বিতরণ অনুষ্ঠান

চট্টগ্রাম ব্যুরো: ‘জুলাই আন্দোলনকারীদের’ মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়েছেন চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির নজরুল ইসলাম।

বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে ‘জুলাই বিপ্লবে’ শহিদ ফয়সাল আহমদ শান্ত, ওয়াসিম আকরাম ও ফারুক আহমেদের স্মরণে নগর জামায়াতের উদ্যোগে দুঃস্থ-এতিমদের মধ্যে খাবার বিতরণ অনুষ্ঠানে এ দাবি জানান। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নগর জামায়াতের সাবেক আমির শাহজাহান চৌধুরী।

নগর জামায়াতের ভারপ্রাপ্ত আমির নজরুল ইসলাম বলেন, ‘৩৬ জুলাই তথা ৫ আগস্ট আমরা পেয়েছি এক নতুন বাংলাদেশ। এ বাংলাদেশ যাদের আত্মত্যাগে পেয়েছি, সেই জুলাই আন্দোলনের শহিদ, আহত, পঙ্গুত্ব ও অন্ধত্ব বরণকারীসহ সকল নির্যাতিত পরিবারকে মুক্তিযোদ্ধা স্বীকৃতি দিয়ে জুলাই সনদ ঘোষণা করুন।’

বিজ্ঞাপন

শাহজাহান চৌধুরী বলেন, ’৩৬ জুলাই তথা ৫ আগস্ট দেশের মানুষের বাকস্বাধীনতা ফিরিয়ে দিয়েছে। দীর্ঘ ১৭ বছর আমরা মুক্তভাবে কোনো কথা বলতে পারিনি। আগামী নির্বাচনের মাধ্যমে আমরা ভোটাধিকার ফিরে পাব। গত ৫৬ বছরে দেশের মানুষ বিভিন্ন দলকে ক্ষমতায় দেখেছে। দেশবাসী এবার জামায়াতে ইসলামীকে ক্ষমতায় নিতে চায়।’

নগরীর চকবাজার থানা জামায়াতের আমির আহমেদ খালেদুল আনোয়ারের সভাপতিত্বে ও সেক্রেটারি সাদুর রশিদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে নগর জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ নুরুল আমিন, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ ও ফয়সাল মুহাম্মদ ইউনুস, কর্মপরিষদ সদস্য আমির হোসাইন বক্তব্য দেন।

সারাবাংলা/আরডি/এইচআই

জামায়াতে ইসলামী জুলাই আন্দোলনকারী নজরুল ইসলাম মুক্তিযোদ্ধা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর