সুনামগঞ্জ: সুনামগঞ্জের শাল্লা উপজেলায় পুকুরের পানিতে ডুবে আকিব মিয়া (৬) ও তানভীর হোসেন (৫) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে উপজেলার মির্জাকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত আকিব মিয়া ওই গ্রামের সরাজ মিয়ার ছেলে, তানভীর হোসেন একই গ্রামের কবির হোসেনের ছেলে। তারা একে-অপরের আত্নীয়।
স্বজনরা জানায়, তানভীর ও আকিব খেলাধুলার একপর্যায়ে পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর আবাসিক মেডিকেল অফিসার ডা. রাজীব বিশ্বাস জানান, দুই শিশুকে হাসপাতালে নিয়ে আসার আগেই তারা মারা গেছে।
শাল্লা থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আইনি কাজ শেষে মরদেহ পরিবারে কাছে হস্তান্তর করা হয়েছে।’