Thursday 03 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শত্রুতার জেরে হত্যা: ৫ জনের মৃত্যুদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট
৩ জুলাই ২০২৫ ১৯:৩৫

প্রতীকী ছবি

ঢাকা: শরীয়তপুরের পালংয়ে পূর্ব শত্রুতার জেরে দেলোয়ার নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার মামলায় পাঁচজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৩ জুলাই) ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪ এর বিচারক মোহাম্মদ হালিম উল্লাহ চৌধুরী এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মিজানুর রহমান।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- ইসমাইল সরদার, ছালমুল সরদার, আমিনুল সরদার, রেজাউল সরদার ও জুয়েল সরদার।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৭ সালে সুবচনি বাজার থেকে অটোরিকশায় বাড়ি ফিরছিলেন দেলোয়ার হোসেন ও দুলাল সরদার। পশ্চিম চররোসুদ্ধির পাকা রাস্তায় পৌঁছালে পূর্ব শত্রুতার জেরে তাদের পথ আটকান ৩১ জন নামধারী ও অজ্ঞাতনামা আসামি। এরপর দেলোয়ারকে নামিয়ে লোহার রড, হাতুড়ি ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেন তারা। তাকে বাঁচাতে গেলে দুলালকেও মারধর করা হয়।

বিজ্ঞাপন

একপর্যায়ে আশপাশের লোকজন এসে আহতদের উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নেন। দেলোয়ারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মামলা করেন নিহতের বাবা সালাম সরদার।

সারাবাংলা/আরএম/এসআর

মৃত্যুদণ্ড শত্রুতার জের শরীয়তপুর হত্যা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর