Friday 04 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আমরা নেটওয়ার্কের শেয়ার কারসাজি তদন্তে কমিটি

সিনিয়র করেসপন্ডেন্ট
৩ জুলাই ২০২৫ ২০:৩৪

ঢাকা: পুঁজিাবাজারে তালিকাভুক্ত ‘আমরা নেটওয়ার্ক’-এর শেয়ার কারসাজি তদন্তে কমিটি গঠন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এজন্য দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গঠিত কমিটিকে ৪৫ কার্যদিবসের মধ্যে তদন্ত সম্পন্ন করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে কমিশন।

তদন্ত কমিটির সদস্যরা হলেন- বিএসইসির অতিরিক্ত পরিচালক মোহাম্মদ গোলাম কিবরিয়া এবং সহকারী পরিচালক মো. মোসাব্বির আল আশিক।

জানা যায়, বিগত সময়ে ডেটা সেন্টার বিক্রি করার ঘোষণা দিয়েছিল কোম্পিানিটি। এ সম্পদ বিক্রির ফলে মুনাফার উপর প্রভাব পড়বে বলে জানায় কোম্পানি কর্তৃপক্ষ। এ ঘোষণার এক বছরের ব্যবধানে কোম্পানিটির শেয়ারের দাম প্রায় দ্বিগুণ হারে বেড়ে যায়। তাই কোম্পানিটির ডেটা সেন্টার বিক্রি এবং শেয়ারদর অস্বাভাবিক বাড়ার প্রকৃত কারণ অনুসন্ধান করার সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি।

বিজ্ঞাপন

সম্প্রতি বিএসইসির মার্কেট ইন্টেলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগ থেকে শর্তসাপেক্ষে এ-সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়েছে বলে বিএসইসি সূত্রে জানা গেছে। তদন্তের বিষয়ে আমরা নেটওয়ার্ক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালককে অবহিত করা হয়েছে। বিএসইসির সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

বিগত সরকারের আমলে আইন লঙ্ঘন করা কোম্পানিগুলোর বিরুদ্ধে তেমন কোনো কঠোর ব্যবস্থাই নেওয়া হয়নি। তবে ক্ষমতার পট পরিবর্তনের পর পুনর্গঠিত বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের নেতৃত্বাধীন নতুন কমিশন কোম্পানিগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে।

সূত্র জানায়, ২০২২ সালের ১ আগস্ট কোম্পানিটির শেয়ারের সর্বনিম্ন মূল্য ছিল ৩৬.১০ টাকা। অর ২০২৩ সালের ৩০ জানুয়ারি কোম্পানিটির শেয়ারের দাম সর্বোচ্চ বেড়ে দাঁড়ায় ৭২.৫০ টাকায়। পরবর্তীতে ৫ জুন কোম্পানিটির শেয়ারের দাম আরো বেড়ে দাঁড়ায় ৮২.৮০ টাকায়। ফলে ডেটা সেন্টার বিক্রির সংবাদ প্রকাশের পর আমরা নেটওয়ার্কের শেয়ারের দাম এক বছরের ব্যবধানে প্রায় দ্বিগুণ হারে বেড়ে যায়। গঠিত তদন্ত কমিটি কোম্পানিটির ডাটা সেন্টার বিক্রির প্রকৃত কারণ এবং অস্বাভিক দাম বাড়ার কারণ অনুসন্ধান করে দেখবে।

সর্বশেষ ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে আমরা নেটওয়ার্কের পরিচালনা পর্ষদ। সর্বশেষ হিসাববছরে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২.৪৬ টাকা। আগের হিসাববছরের একই সময়ে কোম্পানিটি শেয়ারপ্রতি মুনাফা ছিল ২.৪৩ টাকা। গত ৩০ জুন, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৭.০১ টাকা।

আমরা নেটওয়ার্ক পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ২০১৭ সালে। বর্তমানে কোম্পানিটি ‘জেড’ ক্যাটাগরিতে অবস্থান করছে। এ কোম্পানির মোট পরিশোধিত মূলধন ৯২ কোটি ৯৮ লাখ টাকা। সে হিসাবে কোম্পানিটির মোট শেয়ার ৯ কোটি ২৯ লাখ ৭৯ হাজার ৯১২টি। ২০২৫ সালের ৩১ মে পর্যন্ত কোম্পানির উদ্যোক্তাদের হাতে ৩৩.০৪ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ২১.৭১ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৪৫.২৫ শতাংশ শেয়ার আছে। এ কোম্পানির স্বল্প মেয়াদি ঋণ আছে ২৭ কোটি ৫০ লাখ টাকা এবং দীর্ঘ মেয়াদি ঋণের পরিমাণ ১৮ কোটি ৬৮ লাখ টাকা। বৃহস্পতিবার (৩ জুলাই) কোম্পানির শেয়ার সর্বশেষ লেনদেন হয়েছে ১৭.২০ টাকায়।

সারাবাংলা/একে/আরএস

আমরা নেটওয়ার্ক পুঁজিবাজার বিএসইসি শেয়ার কারসাজি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর