Thursday 03 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশে ‘বিতর্কিত জাতিসংঘ দূত’ নিয়োগের নিন্দা খেলাফত মজলিসের

স্টাফ করেসপন্ডেন্ট
৩ জুলাই ২০২৫ ২১:১৬

ঢাকা: জাতিসংঘের বিতর্কিত ‘সমকামি দূত’ নিয়োগ এবং মানবাধিকার কার্যালয় স্থাপনের প্রেক্ষাপটে তীব্র নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হক ও মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ।

বৃহস্পতিবার (৩ জুলাই) এক যৌথ বিবৃতিতে সংগঠনটির নেতৃদ্বয় এ নিন্দা জানায়।

তারা বলেন, ‘বাংলাদেশ একটি স্বাধীন, সার্বভৌম ও মুসলিমপ্রধান দেশ। এ দেশের সংবিধান, সমাজ, সংস্কৃতি ও আইন ধর্মীয় মূল্যবোধ ও সামাজিক শালীনতার ভিত্তিতে গঠিত। ইসলাম সমকামিতাকে একটি জঘন্য অপরাধ ও অগ্রহণযোগ্য বিকৃতি হিসেবে গণ্য করে। জাতিসংঘের মতো একটি আন্তর্জাতিক সংস্থা কীভাবে এই বাস্তবতা উপেক্ষা করে বাংলাদেশের মতো ধর্মপ্রাণ দেশের জন্য এমন একজন ব্যক্তিকে মনোনীত করতে পারে- তা আমাদের বোধগম্য নয়।’

বিজ্ঞাপন

তারা আরও বলেন, ‘বিষয়টি আরও স্পষ্ট হয় যখন দেখা যায়- প্রথমে ঢাকায় একটি ‘মানবাধিকার কার্যালয়’ স্থাপনের জন্য অনুমোদন নেওয়া হয়, এরপর দূত হিসেবে এমন একজন আত্মঘোষিত সমকামিকে মনোনয়ন দেওয়া হয়। এ ধরনের ধারাবাহিকতা আমাদের মনে ঘনীভূত ষড়যন্ত্রের আশঙ্কা জাগায়, যা দেশের ঈমানি চেতনা ও সাংস্কৃতিক সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত বলে মনে করছি।’

সারাবাংলা/এফএন/এইচআই

খেলাফত মজলিস জাতিসংঘ দূত সমকামি দূত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর