ঢাকা: সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশনের রোপণ করা গাছের নেমপ্লেট সরিয়ে ফেলেছে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার (৩ জুলাই) ইসির জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম এ তথ্য জানান।
শরিফুল আলম বলেন, ‘সে সময়কার প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল রোপণ করেন সফেদা গাছের চারা। নির্বাচন কমিশনার মো. আহসান হাবিব খান রোপণ করেন জলপাই গাছের চারা। এ ছাড়া নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা জামরুল গাছ, নির্বাচন কমিশনার মো. আলমগীর আম গাছ ও নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান রোপণ করেন মিষ্টি জলপাই গাছের চারা। আর নির্বাচন কমিশন সচিব শফিউল আজিমও রোপণ করেন সফেদা গাছের চারা।’
বৃহস্পতিবার নির্বাচন ভবনের উত্তর পাশে গিয়ে দেখা যায়, আউয়াল কমিশনের রোপণ করা গাছগুলো থেকে নেমপ্লেট খুলে ফেলা হয়েছে। এসব নেমপ্লেট গাছের পাশে খুঁটিতে ঝুলানো ছিল।
বর্তমানে বিএনপির করা একটি মামলার পর কাজী হাবিবুল আউয়াল বর্তমানে গ্রেফতার অবস্থায় রয়েছেন। ইতোমধ্যে তিনি আদালতে নির্বাচনি অনিয়মের স্বীকারোক্তিও দিয়েছেন। এই অবস্থায় নেমপ্লেটগুলো খুলে ফেলা হয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৭ জানুয়ারি আউয়াল কমিশনের নেতৃত্বে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। গত ২২ জুন বিএনপি গত যে তিনটি কমিশনের নামে মামলা দেয়, তার মধ্যে আউয়াল কমিশনও রয়েছে। এসব কমিশনের অধীনে নির্বাচন তদন্ত করে বাতিলের জন্যও দলটি এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশনের কাছে আবেদন জানায়।
বিএনপির মামলার পর কাজী হাবিবুল আউয়ালকে গত ২৫ জুন ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ তার মগবাজারের বাসা থেকে গ্রেফতার করে। বর্তমানে তিনি রিমান্ড শেষে কারাগারে আছেন।
আউয়াল কমিশনের সময়ে অর্থাৎ ২০২৪ সালের ১০ জুলাই আগারগাঁওয়ের নির্বাচন ভবনের লেকের পাশে তৎকালীন সিইসিসহ চার নির্বাচন কমিশন ও ইসি সচিব ছয়টি ফলজ গাছ রোপণ করা হয়েছিল। আজ সেইসব গাছের পাশে থাকা নেমপ্লেট সরিয়ে ফেলা হলো।