ঢাকা: ৫ আগস্ট এক দিনে আসেনি বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু।
বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেলে ধানমন্ডি সুগন্ধা কমিউনিটি সেন্টারে থানা বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম উদ্ধোধন করতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
মজনু বলেন, ‘এক দিনেই ৫ আগস্ট আসেনি। এ লড়াই বিএনপি ১৬ বছর যাবত করে আসছে। গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে বিএনপির অবদান সম্পর্কে জাতি অবগত। গণতন্ত্রের জন্য লড়াই করতে গিয়ে বিএনপি সবচেয়ে বেশি নিগৃহীত হয়েছে। অথচ যেসব দল পতিত আওয়ামী স্বৈরশাসকের বিরুদ্ধে কখনো একটা বিক্ষোভ মিছিল করেনি, তারাও আজ বড় বড় কথা বলে। আমরা বিশ্বাস করি- জনগণ খুব ভালো জানে, কারা স্বৈরাচারকে সমর্থন যুগিয়েছে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে।’
মজনু বলেন, ‘জুলাই বিপ্লবের দেশের সর্বস্তরের রাজনৈতিক দলের সমর্থন ছিল। কিন্তু, নিজেদের বুকের তাজা রক্ত দিয়েছিল বিএনপির নেতা-কর্মীরা। এ আন্দোলনে আর কোনো রাজনৈতিক দলের এত নেতা-কর্মী জীবন দেয়নি। আমাদের নেতা-কর্মীরা শুধুমাত্র জুলাই-আগস্টেই সরকারের রোষাণলে পড়েনি, দেড় দশক অত্যাচারের স্টিম রোলার চালিয়েছে পতিত স্বৈরশাসক।’
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাংগঠনিক টিম প্রধান আবদুস সাত্তারের সভাপতিত্বে নগর বিএনপির সদস্য কাবিরুল হায়দার চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব তানভীর আহমেদ রবিন।