ঢাকা: বাংলাদেশের ওষুধ শিল্প খাতে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে মানসুর রহমান ভূঁইয়া সৌদি আরবের হাইল-এর এজেএ ফার্মায় কোয়ালিটি ম্যানেজার হিসেবে নিযুক্ত হয়েছেন। এর মাধ্যমে তিনি প্রথম বাংলাদেশি ফার্মাসিস্ট হিসেবে সরাসরি কোনো আরব ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে বিভাগীয় প্রধানের পদে আসীন হলেন।
বৃহস্পতিবার (৩ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
মানসুর রহমান ভূঁইয়া তার নতুন ভূমিকার জন্য দুই দশকের অভিজ্ঞতা নিয়ে এসেছেন। তিনি খুলনা বিশ্ববিদ্যালয় থেকে ফার্মেসিতে স্নাতক ডিগ্রি এবং এশিয়ান প্যাসিফিক বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। তার কর্মজীবনের উল্লেখযোগ্য অংশ জুড়ে রয়েছে বাংলাদেশের স্বনামধন্য ফার্মাসিউটিক্যাল কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যালস লি. এবং ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লি.-এ নেতৃত্বস্থানীয় ভূমিকা।
২০ বছরের কর্মজীবনে ভূঁইয়া বিভিন্ন দেশে জিএমপি অডিটে অংশগ্রহনসহ ওষুধের মান উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তিনি একজন সার্টিফাইড লীন সিক্স সিগমা ব্ল্যাক বেল্ট হিসেবেও পরিচিত, যা মান ব্যবস্থাপনায় তার শ্রেষ্ঠত্বের প্রতি অঙ্গীকারকে তুলে ধরে।
কুমিল্লা জেলার দেবীদ্বার উপজেলার ঐতিহাসিক মরিচা ভূঁইয়া বাড়ির প্রয়াত ওয়াহিদুর রহমান ফিরোজ ভূঁইয়া এবং ফজিলতুন্নেসার কনিষ্ঠ পুত্র মানসুর রহমান ভূঁইয়া।