Friday 04 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সোহরাওয়ার্দী উদ্যানের জাতীয় সমাবেশ সফল করতে জামায়াতের আহ্বান

স্টাফ করেসপন্ডেন্ট
৩ জুলাই ২০২৫ ২২:০৮

ঢাকা: সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামী ১৯ জুলাই রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ সফল করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত ‘জাতীয় সমাবেশ বাস্তবায়ন কমিটি’র এক বৈঠক থেকে এই আহ্বান জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

বৈঠকে উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, ঢাকা মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল এবং ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তরের সেক্রেটারি যথাক্রমে ড. শফিকুল ইসলাম মাসুদ ও ড. রেজাউল করিম।

বিজ্ঞাপন

সভায় জানানো হয়, শনিবার (১৯ জুলাই) দুপুর ২টায় সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশ সফল করতে প্রয়োজনীয় প্রস্তুতি ও সাংগঠনিক দিক নিয়ে আলোচনা করেন নেতারা।

অধ্যাপক গোলাম পরওয়ার বলেন, ‘জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের স্মৃতিবাহী এই সময়ে জামায়াতে ইসলামী ৭ দফা দাবি নিয়ে জাতীয় সমাবেশের আয়োজন করেছে। রক্তের বিনিময়ে অর্জিত গণ-অভ্যুত্থানের মূল উদ্দেশ্য বাস্তবায়নে এ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

তিনি সংগঠনের সর্বস্তরের জনশক্তি ও সাধারণ মানুষের প্রতি সমাবেশ সফল করতে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।

জামায়াতের সাত দফা দাবি হলো— সব গণহত্যার বিচার নিশ্চিত করা, প্রয়োজনীয় মৌলিক সংস্কার গ্রহণ, ‘জুলাই সনদ ও ঘোষণাপত্র’ বাস্তবায়ন, জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের পুনর্বাসন, পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে জাতীয় নির্বাচন, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতকরণ ও রাজনৈতিক লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা।

দলটি বলছে, এই সাত দফা বাস্তবায়নের মাধ্যমেই ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের চূড়ান্ত সফলতা অর্জিত হবে।

সারাবাংলা/এফএন/এইচআই

১৯ জুলাই জাতীয় সমাবেশ জামায়াতে ইসলামী সাত দফা