Thursday 03 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জুলাই অভ্যুত্থানে শহিদ আব্দুল্লাহ’র ভাইকে বিএনপির সহায়তা

স্পেশাল করেসপন্ডেন্ট
৩ জুলাই ২০২৫ ২৩:৩২

জিসানের পরিবারকে আর্থিক সহায়তা তুলে দেন বিএনপি।

ঢাকা: জুলাই অভ্যুত্থানে শহিদ আব্দুল্লাহ’র ভাই ক্যানসার আক্রান্ত জিসানকে চিকিৎসা সহায়তা দিয়েছে আমরা বিএনপি পরিবার।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের পক্ষ থেকে বৃহস্পতিবার (৩ জুলাই) সন্ধ্যায় গুলাশান কার্যালয়ে জিসানের পরিবারকে আর্থিক সহায়তা তুলে দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।

এ ছাড়া সাবেক ছাত্রনেতা সাজেদুল ইসলামের স্ত্রী ও ২০১৬ সালে নির্যাতনের শিকার অন্ধ গোলাম কিবরিয়ার চিকিৎসা সহায়তা দেয় ‘আমরা বিএনপি পরিবার’। পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে তাদের প্রতি সহমর্মিতার বার্তা পৌঁছে দেওয়া হয়।

বিজ্ঞাপন

এ সময় উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন, উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, ইঞ্জিনিয়ার মোস্তফা-ই জামান সেলিম, সদস্যসচিব মোকছেদুল মোমিন মিথুন, সদস্য মাসুদ রানা লিটন, নাজমুল হাসান, মোস্তাকিম বিল্লাহ, শাকিল আহমেদ, শাহাদাত হোসেন, রুবেল আমিন, বিএনপির তথ্য ও প্রযুক্তিবিষয়ক সহ-সম্পাদক এইচ এম সাইফ আলী খান, স্বেচ্ছাসেবক দলের সমাজসেবাবিষয়ক সম্পাদক মামুন হাশমী দিপু, ছাত্রদলের সহ-সভাপতি হাবিবুল বাশার, যুগ্ম-সম্পাদক হাসনাইন নাহিয়ান সজীব, হাসানুর রহমান প্রমুখ।

সারাবাংলা/এজেড/এইচআই

জুলাই অভ্যুত্থান জুলাই অভ্যুত্থানে শহিদ বিএনপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর