Friday 04 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘স্বাধীনতা সংগ্রাম’ ভাস্কর্য সংস্কারের দাবিতে ঢাবি শিক্ষার্থীদের স্মারকলিপি

ঢাবি করেসপন্ডেন্ট
৪ জুলাই ২০২৫ ০০:০৩

ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের কার্যালয়ে স্মারক লিপি দেওয়া হয়েছে।

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রাঙ্গণে অবস্থিত ‘স্বাধীনতা সংগ্রাম’ শীর্ষক ভাস্কর্যটি দীর্ঘদিন ধরে ভাঙা অবস্থায় পড়ে থাকায় এর দ্রুত সংস্কারের দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী।

বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের কার্যালয়ে এ স্মারক লিপি দেওয়া হয়েছে।

স্মারকলিপি দেন- গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মো. রিপন আহম্মেদ ও উদ্ভিদ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ফেরদৌস আলম।

জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্টে অজ্ঞাত কিছু ব্যাক্তি ভাস্কর্য সিরিজটির ভাঙচুর করে। এরপর প্রায় এক বছর কেটে গেলেও এ বিষয়ে কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।

বিজ্ঞাপন

শিক্ষার্থীরা এ বিষয়ে বলেন, ‘ভাস্কর্যটি শুধুমাত্র একটি শৈল্পিক কাঠামো নয়, এটি মুক্তিযুদ্ধের চেতনা ও জাতীয় আত্মপরিচয়ের প্রতীক। এভাবে বছরের পর বছর তা ভাঙা অবস্থায় পড়ে থাকা অত্যন্ত দুঃখজনক ও লজ্জাজনক।‘

তারা দ্রুত সংস্কার কাজ শুরুর পাশাপাশি ভবিষ্যতে নিয়মিত রক্ষণাবেক্ষণের ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। তাদের ভাষ্য, জাতীয় ইতিহাসের প্রতীক এই ভাস্কর্যকে অবহেলা নয়, সংরক্ষণের মধ্য দিয়ে পরবর্তী প্রজন্মের জন্য তা আরও জীবন্ত করে তুলতে হবে।

রিপন আহম্মেদদ সারাবাংলাকে বলেন, ‘স্বাধীনতা সংগ্রাম ভাস্কর্যটি আমাদের মুক্তিযুদ্ধের চেতনা, গণআন্দোলনের ইতিহাস ও জাতির আত্মত্যাগের প্রতীক। এটি ভাঙা অবস্থায় পড়ে থাকায় শিক্ষার্থীদের মাঝে ঐতিহাসিক সচেতনতা ও জাতিগত গৌরবচেতনা ক্ষুণ্ন হচ্ছে, যা কখনোই কাম্য নয়।’

উল্লেখ্য, ‘স্বাধীনতা সংগ্রাম’ ভাস্কর্যটি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের চেতনা ধারণ করে গড়ে তোলা হয়। এটি মুক্তিযুদ্ধকালীন সাধারণ মানুষের আত্মত্যাগ ও সংগ্রামের একটি চিত্ররূপ হিসেবে বিবেচিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে অবস্থিত হওয়ায় এটি শুধু শিক্ষার্থীদের জন্য নয়, বরং সমগ্র জাতির জন্য গর্বের প্রতীক।

সারাবাংলা/কেকে/এইচআই

ঢা‌বি ভাস্কর্য স্বাধীনতা সংগ্রাম স্মারকলিপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর