Friday 04 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিড়াল ধরতে গিয়ে ছাদ থেকে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
৪ জুলাই ২০২৫ ০০:০৫

মরদেহ। প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ীতে ১০তলা ভবনের ছাদে বিড়াল ধরতে গিয়ে নিচে পড়ে আদিব আদনান (১২) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৩ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে যাত্রাবাড়ী মাতুয়াইল কেরানী মোড় এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে। পরে স্বজনরা ওই স্কুলছাত্রকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাত ৮টার দিকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেলে মৃত আদিবের বড় ভাই রেদোয়ান ফাহিম জানান, তারা মাতুয়াইলের ওই ১০তলা ভবনের পাঁচতলায় ভাড়া থাকেন। তাদের বাড়ি বগুড়া জেলার শেরপুর থানার খন্দকারপাড়া এলাকায়। বাবার নাম আমিনুল ইসলাম। আদিব শামসুল হক স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘আমাদের বাসায় একটি পালিত বিড়াল আছে। সন্ধ্যার দিকে বিড়ালটিকে ধরতে গিয়েছিল ১০তলার ছাদে। সেখান থেকে নিচে পড়ে যায় আদিব। দেখতে পেয়ে তাকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, যাত্রাবাড়ী এলাকা থেকে স্বজনরা ওই শিশুটিকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্বজনরা জানান, ১০তলা ছাদের উপর থেকে নিচে পড়ে গিয়েছিল সে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

সারাবাংলা/এসএসআর/পিটিএম

ছাদ থেকে পড়ে মৃত্যু স্কুলছাত্র

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর