Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গণধোলাইয়ের শিকার ছিনতাইকারীর ঢামেকে মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
৪ জুলাই ২০২৫ ০০:১৬

প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর মুগদায় ছিনতাইয়ের সময় গণধোলাইয়ের শিকার আলামিন (২০) নামে এক ছিনতাইকারীর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ইমার্জেন্সি সেন্টারে (ওসেক) মারা যায় সে।

এর আগে বুধবার (২ জুলাই) রাত পৌনে ১০টার দিকে মুগদা হাসপাতালের বিপরীতে শান্ত ফিলিং স্টেশনের সামনের রাস্তায় ছিনতাইয়ের সময় গণধোলাইয়ের শিকার হয় আলামিন।

মুগদা থানার উপ-পরিদর্শক (এসআই) উত্তম কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গতকাল বুধবার রাত আনুমানিক রাত পৌনে ১০টার দিকে সময় মুগদা হাসপাতালের বিপরীতে শান্ত ফিলিং স্টেশনের সামনে ছিনতাইয়ের চেষ্টা করে ওই যুবক। এ সময় জনগণ দেখতে পেয়ে গণধোলাই দেয়। এতে সে গুরুতর আহত হয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই যুবককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ বিকেলে তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, ওই যুবকের নাম আলামিন। তবে তার বিস্তারিত ঠিকানা জানা যায়নি। ছিনতাইয়ের ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। ওই যুবকের বিস্তারিত ঠিকানা জানার চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

সারাবাংলা/এসএসআর/পিটিএম

গণধোলাই ছিনতাইকারী মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর